ভালো আছেন বাজপেয়ী

0
850

ডেটলাইন দিল্লিঃ গতকাল প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে দিল্লির এইমস এ ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরেই অসুস্থ রয়েছেন দেশের ১০ তম প্রধানমন্ত্রী  ভারতীয় জনতা পার্টির এই বর্ষীয়ান নেতা।  বিজেপি সূত্রে জানা গেছে রুটিন চেকআপের জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এইমস-এর চিকিৎসক রণদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। তবে আজ তিনি অনেকটাই ভালো রয়েছেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন। তাঁকে দেখতে গতকাল রাতেই এইএমস-এ যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং,বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ,লালকৃষ্ণ আদবানি,কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিসহ অন্যান্য নেতামন্ত্রীরাও। সংবাদমাধ্যমকে কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল জানান, তাঁর মূত্রনালীতে সংক্রমণ হয়েছে। তারই চিকিৎসা চলছে। হাসপাতালের তরফেও একই কথা জানানো হয়।

জানা গেছে,আজই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here