ডেটলাইন কলকাতাঃ মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও এ বার প্রথম স্থান দখল করল উত্তরবঙ্গ। মাধ্যমিকে প্রথম হয়েছিল কোচবিহারের মেয়ে সঞ্জীবনী দেবনাথ। উচ্চ মাধ্যমিকে প্রথম হল জলপাইগুড়ির ছেলে গ্রন্থন সেনগুপ্ত। গ্রন্থন কলা বিভাগের ছাত্র। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় বিজ্ঞান বিভাগের আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে গ্রন্থন দেখালেন কলা বিভাগের ছাত্রও প্রথম হতে পারে। ৫০০ এর মধ্যে সে পেয়েছে ৪৯৬। দ্বিতীয় হয়েছেন তমলুক হ্যামিলটন হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র ঋত্বিককুমার শাহু। তার প্রাপ্ত নম্বর ৪৯৩ । তৃতীয় হয়েছেন দুজন। প্রাপ্ত নম্বর ৪৯০। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র তিমিরবরণ দাস ও পশ্চিম মেদিনীপুরের রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র শাশ্বত রায়। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও জেলার ছেলেমেয়েদেরই জয়জয়কার। এ বার পাশের হার ৮৩.৭৫ শতাংশ। মেধা তালিকায় প্রথম ১০-এ আছেন মোট ৮০ জন ছাত্রছাত্রী। এই ৮০ জনের মধ্যে কলকাতার ৮ জন। বাকি ৭২ জনই বিভিন্ন জেলার।
উচ্চ মাধ্যমিকে প্রথম গ্রন্থন সেনগুপ্তকে ফোনে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে আবেগপ্রবন হয়ে ওঠেন জলপাইগুড়ি জেলা স্কুলের এই পড়ুয়া। ফোনে গ্রন্থনকে আগামীর শুভকামনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বেলা ২টো নাগাদ মুখ্যমন্ত্রী গ্রন্থনকে ফোন করেন। এদিন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর উত্তীর্ণ সমস্ত পরীক্ষার্থীদের টুইটারে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। কামনা করেন তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ। উল্লেখ্য ১১ জুন নবান্নে চা চক্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতিদের আগেই আমন্ত্রন জানিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী।