ডেটলাইন দিল্লিঃ পিতাপুত্রের পর এবার সংসদীয় রাজনীতিতে পা রাখতে চলেছেন কন্যাও। সদ্য ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিত মুখোপাধ্যায় বর্তমানে মুর্শিদাবাদের জঙ্গিপুরের কংগ্রেস সাংসদ। অতীতে প্রণববাবুও এই কেন্দ্র থেকেই সংসদে গিয়েছিলেন। এবার প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন। উল্লেখ্য,শর্মিষ্ঠা একজন বিশিষ্ট নৃত্যশিল্পী। এখনও পর্যন্ত ঠিক আছে তাঁকে নয়াদিল্লি কেন্দ্রে প্রার্থী করার কথা ভেবে রেখেছেন কংগ্রেস নেতৃত্ব। তিনি প্রার্থী হলে তাঁ জেতার সম্ভাবনাও বেশী। কারন, এবার রাজনীতির রণকৌশল অনেকটাই বদলে গেছে। যে কংগ্রেসের দূর্ণীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে দিল্লিতে ক্ষমতায় এসেছেন অরবিন্দ কেজরিয়াল সেই তিনিই এখন বিজেপিকে রুখতে বিরোধী জোটকে শক্তিশালী করতে হাত মিলিয়েছেন কংগ্রেসের সঙ্গে। আপাতত স্থির হয়েছে দিল্লির ৭টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেসকে ২টি আসন ছাড়তে চায় আম আদমি পার্টি। কিন্তু রাহুল গান্ধী ৩টি আসন চাইছেন। কংগ্রেস জানিয়েছে, নয়াদিল্লি কেন্দ্রে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, চাঁদনি চক কেন্দ্রে অজয় মাকেন ও পশ্চিম দিল্লি কেন্দ্রে রাজকুমার চৌহানকে তারা প্রার্থী করতে চায়। দু’পক্ষই আশাবাদী যে আলোচনার মাধ্যমে এই সমস্যা মিটে যাবে। আসন্ন লোকসভা নির্বাচনে জঙ্গিপুর কেন্দ্রে প্রণবপুত্র অভিজিতেরই ফের প্রার্থী হওয়া একপ্রকার প্রায় পাকা। সেক্ষেত্রে নয়াদিল্লিতে প্রণবকন্যা প্রার্থী হলে লোকসভা নির্বাচনে মুখোপাধ্যায় ভাইবোনই হয়ে উঠবেন অন্যতম আকর্ষণ। তবে এরমধ্যে প্রণব মুখোপাধ্যায়ের আরএসএস শিবিরে যোগদানের বিষয়টি ঘিরে যেভাবে বিতর্ক বাড়ছে এবং শেষ পর্যন্ত যদি তিনি সেখানে যান তাহলে তার প্রভাব কি হবে তা এখনই বলা সম্ভব নয়।