ডেটলাইন দুর্গাপুরঃ মাথার উপর বিপদজনক হাইটেনসন তার। ঠিক তার নিচেই চলছিল বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ। ঢালাইয়ের কাজ চলাকালিন অসাবধানবশত হঠাৎই একটি লোহার রড হাইটেনসন তারে ছুঁয়ে যেতেই আগুনের ঝলক। সঙ্গে সঙ্গেই আগুনে ঝলসে গেল কর্মরত দুই মিস্ত্রী। অগ্নিদগ্ধ রাজমিস্ত্রী কামাল শেখ ও তার সঙ্গে থাকা অপর এক মিস্ত্রী নকুল ঘোষকে প্রায় সঙ্গে সঙ্গেই স্থানীয়রা দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তারা চিকিৎসাধীন। মুর্শিদাবাদের বাসিন্দা কামাল শেখের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালের দিকে দুর্গাপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের অধীন মহালক্ষ্মী পার্কে। দুর্ঘটনার ফলে ওই এলাকার একাধিক বাড়ীর বৈদ্যুতিন সামগ্রীর ক্ষতি হয়েছে।একটি ওষুধের দোকানেও আগুন ধরে গিয়ে পুড়ে গেছে বেশ কিছু জিনিসপত্র। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিভিয়ে ফেলে। নির্মীয়মান বাড়ীটির মালিক রবি ঠাকুরকে পুলিশ আটক করেছে। এই ঘটনায় প্রশ্ন উঠছে,যেখানে হাইটেনসন তারের নীচে কোন নিমার্ণ কাজ করা যায় না,সেখানে ঐ বাড়িতে কিভাবে মাথার উপর বিপদজনকভাবে হাইটেনসন তারের নীচে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল?