নজরুলের ১১৯তম জন্মজয়ন্তী পালন চুরুলিয়ায়

0
875

আসানসোল, ২৬ মেঃ ১১৯ তম নজরুল জন্মবার্ষিকী পালিত হলো কাজী নজরুল ইসলামের জন্ম ভিটা চুরুলিয়া গ্রামে। কবির জন্মদিন উপলক্ষে আজ সকালে এক প্রভাত ফেরি বের করা হয়। এই প্রভাত ফেরিটি উদ্বোধন করেন চিকিৎসক তিলক পুরকায়স্থ। নজরুল একাডেমী থেকে শুরু করে গোটা গ্রাম এই প্রভাত ফেরিটি ঘোরে এবং সমাধিস্থলে মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, সমাধিস্থলে মাল্যদানে  উপস্থিত ছিলেন তিলক পুরকায়স্ত, সোনালী কাজী, কাজী রিজাউল করিম, কাজী আলি রেজ্জা, প্রদীপ ব্যানার্জ্জী, এবং বাংলাদেশের বিশিষ্ট ব্যাক্তি বর্গ। বাংলাদেশ থেকে আগতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মহঃ ইকবাল হাসান টাপু, মহঃ মঞ্জুরাল হক, জনাব কেএচ মাসুদ সিদ্দিকি, উজ্জ্বল বিকাশ দত্ত, মহঃ আব্দুল হাসান,। সেই  সঙ্গে আজ সন্ধ্যাতে ৪০ তম নজরুল মেলার উদ্বোধন করবেন মন্ত্রী পার্থ চ্যাটার্জ্জী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here