বুদবুদ থেকে গ্রেপ্তার ৫ গাড়ি ছিনতাইকারী

0
858

দুর্গাপুর, ২৬ মেঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার পাঁচ গাড়ি ছিনতাইকারী। গতকাল রাতে পূর্ব বর্ধমানের বুদবুদের সাধুনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ২টি দেশি পিস্তল এবং কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের নাম রাজু মল্লিক, প্রশান্ত ঘোষ, নন্দগোপাল ঘোষ, সায়ন নন্দী ও অমিত মালিয়া।

রাতের অন্ধকারে ডানকুনি থেকে দুর্গাপুরে জাতীয় সড়কে মালবোঝাই গাড়ি ছিনতাই করাই এদের কাজ। এছাড়াওন ২ নম্বর জাতীয় সড়ক ছাড়াও বিভিন্ন হাইওয়ে থেকে পণ্যবাহী গাড়ি ছিনতাই করা এদের কাজ। গতকাল রাতে বুদবুদ থানার পুলিশ ২ নম্বর জাতীয় সড়কে ওই পাঁচজনকে দেখতে পায়। একটি চারচাকা গাড়িতে তাদের দেখে পুলিশের সন্দেহ হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। তাদের জেরা করে পুলিশ জানতে পারে, গাড়ি ছিনতাইয়ের জন্য তারা জাতীয় সড়কে জড়ো হয়েছে। এরপরই গ্রেপ্তার করা হয় তাদের। ধৃতদের আজ সকালে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হলে তাদের তিনদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here