ডেটলাইন বেঙ্গালুরুঃ কর্ণাটকে বিজেপির পাশা উল্টে যেতেই বিজেপি বিরোধী জোট শিবিরের পালে জোর হাওয়া লেগেছে। আর তাই বুধবার কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকারের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকছেন বিরোধী দলগুলির প্রায় সব শীর্ষ নেতা নেত্রীরা। উল্লেখ্য,গতকাল আস্থাভোটের আগেই ইয়েদুরাপ্পা ইস্তফা দেন। ঠিক তারপরই ট্যুইটারে কুমারস্বামীকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তাঁকে ফোনে পরামর্শও দিয়েছিলেন তিনি। বিজেপির থেকে কীভাবে জয় ছিনিয়ে আনতে হবে তাও বলেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের শপথগ্রহণ অনুষ্ঠানে তাই আমন্ত্রণ জানিয়েছেন কুমারস্বামীও। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রবাবু নাইডু ও কেসি রাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। আর্শীবাদ করেছেন মায়াবতীও। শপথগ্রহণ অনুষ্ঠানে তাই সব আঞ্চলিক দলগুলিকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। উপস্থিত থাকবেন মায়াবতী, অখিলেশ যাদব, চন্দ্রবাবু নাইডু প্রমুখ। ব্যক্তিগতভাবে সনিয়া এবং রাহুল গান্ধীকেও অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করেছেন কুমারস্বামী। অতএব বোঝাই যাচ্ছে ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপিকে আটকাতে কর্ণাটকের এই সাফল্যকে কাজে লাগাতে তৎপর হয়ে উঠেছে বিরোধী শিবির। তাই কুমারস্বামীর শপথ গ্রহণ অনুষ্ঠানেই বিরোধীরা তাদের জোটের বৈঠকও সেরে নেবেন। আপাতত দেশবাসীর চোখ বুধবারের শপথগ্রহণের দিকেই ৷