ডেটলাইন দুর্গাপুরঃ পঞ্চায়েত নির্বাচন পর্ব শেষ হওয়ার পরেই রাজ্যের আইন শৃঙ্খলার দিকে বিশেষ নজর দিতে চলেছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই শনিবার দুর্গাপুরে আসেন রাজ্য পুলিশের ডিজি সুরজিত কর পুরকায়স্থ। ইস্পাত নগরীর মীরাবাই রোডে আইজি পশ্চিমাঞ্চলের দফতরে পশ্চিম বর্ধমান জেলার পুলিশকর্তাদের নিয়ে বৈঠক করলেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন পুরুলিয়ার এসপি জয় বিশ্বাস,বাঁকুড়ার এসপি সুখেন্দু হীরা,ঝাড়গ্রামের এসপি অমিতকুমার ভরতরাঠোর,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার লক্ষ্মীকান্ত মিনাসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। কেন দুর্গাপুরে এই জরুরী বৈঠক? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি জানান,এটা কোন জরুরি বৈঠক নয়। এটা রুটিন বৈঠক। এখানে পশ্চিমাঞ্চলের পুলিশ অফিসারদের সঙ্গে আইনশৃঙ্খলা ও ক্রাইম বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও সেফ ড্রাইভ সেভ লাইফ,কমিউনিটি ডেভলপমেন্ট ও কমিউনিটি পুলিশের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।