সারা বিশ্বে মহরমের দিন থেকেই ইসলামিক নববর্ষ শুরু হয়

0
79

ডেটলাইন ডেস্ক,৬ জুলাইঃ বিশ্ব জুড়ে বেশ ধূমধাম করেই পালিত হয় ইংরাজী নববর্ষ ১ লা জানুয়ারী। এই নববর্ষ উদযাপনের সাথে সকলেই পরিচিত। এছাড়াও বাঙালীদের ১ লা বৈশাখ নববর্ষ ভারতের বিভিন্ন প্রদেশে ভিন্ন ভিন্ন নামে পালিত হয়। এসবের পাশাপাশি সারা বিশ্বে ইসলামিক নববর্ষ উদযাপন করারও প্রচলন রয়েছে। ইসলামিক নববর্ষ, যাকে হিজরাও বলা হয়, এটি ইসলামী ক্যালেন্ডারের সূচনা নির্দেশ করে। হিজরা প্রতিষ্ঠার আগে,মক্কা শহরে বসবাসকারী মুসলমানরা এক ঈশ্বরে বিশ্বাসের জন্য নির্যাতিত হয়েছিল। ৬২২ খ্রিস্টাব্দে (সাধারণ যুগে), নবী মুহাম্মদ (সা.) তাঁর অনুসারীদের মদিনা শহরে নিয়ে যান। মদিনায় প্রথম ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয় এবং শহরটি “নবীর শহর” নামে পরিচিতি লাভ করে। পরবর্তী বছরগুলিতে,নবী মুহাম্মদ (সা.) মদিনার সংবিধান প্রণয়ন করেন,যেখানে সকলের জন্য ধর্মীয় স্বাধীনতা ঘোষণা করা হয়। ৬২২ খ্রিস্টাব্দে যখন নবী মুহাম্মদ (সাঃ) তাঁর অনুসারীদের নিয়ে মদিনায় ভ্রমণ করেছিলেন,তখন থেকেই ইসলামী ক্যালেন্ডার শুরু হয়েছিল। ইসলামী ক্যালেন্ডার একেবারেই অন্য রকম। এটি বিশ্বজুড়ে স্বীকৃত গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে সম্পূর্ণ আলাদা। প্রথমত,ইসলামিক ক্যালেন্ডার চক্রাকারে আবর্তিত হয়, প্রতি ৩০ বছর অন্তর পুনরাবৃত্তি হয়। ৩০ বছরের মধ্যে ৩৫৫ দিন বিশিষ্ট ১১টি অধিবর্ষ এবং ৩৫৪ দিন বিশিষ্ট ১৯টি নিয়মিত বছর রয়েছে।
প্রতিটি মাসের একটি বিশেষ অর্থ রয়েছে। উদাহরণস্বরূপ,মহরমের একটি অর্থ যেমন পবিত্র তেমনই অন্য একটি অর্থ হল ‘নিষিদ্ধ’। তাই এই সময়ে যুদ্ধ নিষিদ্ধ।


ইসলামী ক্যালেন্ডারের আরেকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হল এটি চন্দ্রাকার। প্রতিটি মাসের শুরু চাঁদের পর্যায় দ্বারা নির্ধারিত হয়। তাই প্রতি বছর রমজান,ঈদুল ফিতর এবং ঈদুল আযহার মতো গুরুত্বপূর্ণ পবিত্র দিনগুলিতে তারিখের পার্থক্য দেখা যায়। ক্যালেন্ডারের কথা যখন বলাই হল তখন ইসলামিক ক্যালেন্ডারের ১২ মাস সম্পর্কেও একটু জেনে নেওয়া যাক।
ইসলামিক ক্যালেন্ডারের বারোটি মাস হলোঃ মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ্ব। এই মাসগুলো চান্দ্র মাস হিসেবে ধরা হয় এবং প্রত্যেকটি মাসের শুরু হয় নতুন চাঁদ দেখার মাধ্যমে। এ প্রসঙ্গে উল্লেখ করা দরকার মুসলিমদের মধ্যে দুটি সম্প্রদায় দেখা যায়। শিয়া মুসলিম এবং সুন্নি মুসলিম। প্রতিটি সম্প্রদায়ই ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ইসলামী নববর্ষ উদযাপন করে। শিয়া মুসলিমরা নবী মুহাম্মদের চাচাতো ভাই এবং জামাতা আলী এবং নাতি হুসাইনের স্মরণে ১০ দিনের শোক এবং উপবাসের মাধ্যমে বছর শুরু করে। এটাই মহরম। অন্যদিকে,সুন্নি মুসলমানরা বছর শুরু করেন প্রার্থনা এবং পরিবারের সাথে সময় কাটানোর মাধ্যমে। মহরম মাসের দশম দিনে পালিত হয় আশুরা। এই বছর রবিবার ৬ জুলাই দেশজুড়ে পালিত হচ্ছে আশুরা বা মহরম। এদিন রোজা,নামাজ এবং দান-ধ্যানের মাধ্যমে আশুরা পালন করা হয়। ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে নবী হজরত মহম্মদের নাতি ইমাম হুসেনকে হত্যা করা হয়। সেই কারণে প্রত্যেক বছর মহরমের দশম দিনে আশুরা পালনের মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here