জেলা পরিষদে জয়ী তৃণমূল প্রার্থীরা শংসাপত্র নিলেন

0
2865

ডেটলাইন দুর্গাপুরঃ বর্ধমান ভেঙে নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করার পর এবারই প্রথম পশ্চিম বর্ধমান জেলায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হল। এই নির্বাচনের ফলাফলের ভিত্তিতেই নতুন জেলা পরিষদ গঠন করা হবে। পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুর মহকুমার ৪ টি এবং আসানসোল মহকুমায় ৪টি মোট ৮টি ব্লক রয়েছে। এবারের নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের মোট ১৭টি আসনের সব কটিতেই তৃণমূল প্রার্থীরা জয়লাভ করেছেন। এর মধ্যে একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এলেও বাকি ১৬টি আসনে নির্বাচন হয়। সব আসনেই তৃণমূল প্রার্থীরা জয়লাভ করেছেন। শুক্রবার দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরার হাত থেকে শংসাপত্র নিলেন জেলা পরিষদের বিজয়ী প্রার্থীরা। এরা হলেন কাঁকসা ব্লকের সমীর দাস ও মুনমুন দাস,পান্ডবেশ্বরের অনুভা চক্রবর্তী,দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সুজিত মুখোপাধ্যায় ও চুমকি মুখোপাধ্যায় এবং অন্ডাল ব্লকের মিনতি হাজরা,কালোবরণ মন্ডল ও বিষ্ণুদেব নুনিয়া। এছাড়াও আসানসোল মহকুমার বিজয়ী জেলা পরিষদের প্রার্থীরা হলেন যথাক্রমে জামুড়িয়ার তাপস চক্রবর্তী,বকুল মন্ডল,রানীগঞ্জের সুভদ্রা বাউড়ি,মিঠু সোমন্ডল,সালানপুরের মহম্মদ আরমান,কৈলাশপতি মন্ডল ও বারাবনির অসিত সিংহ এবং পূজা মাড্ডি। উল্লেখ্য, জেলার পঞ্চায়েত সমিতির ১৭টির মধ্যে যে ১৬টি আসনে ভোট হয়েছে তার সব কটিতেই জিতেছেন তৃণমূল প্রার্থীরা। গ্রাম পঞ্চায়েতের মোট ৮৩৩টির মধ্যে ভোট হয়েছে ৩০১টি আসনে যার মধ্যে ২৭৩টি আসন জিতেছেন তৃণমূল প্রার্থীরা। বাকি আসনগুলির মধ্যে বিজেপি ১৩টি ও বামেরা পেয়েছে ১২টি আসন। নির্দল পেয়েছে ৩টি আসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here