রক্তের গ্রুপ আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী ডাক্তার কার্ল ল্যান্ডস্টেইনারের আজ জন্মদিন পালিত হল বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে

0
69

ডেটলাইন দুর্গাপুর,১৪ জুনঃ রক্তের গ্রুপ আবিষ্কারক বিজ্ঞানী ডাক্তার কার্ল ল্যান্ডস্টেইনার তার এই আবিষ্কারের জন্যই ১৯৩০ সালে শারীরবিদ্যা তথা মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আজ ১৪ জুন সেই মহান বিজ্ঞানীর জন্মদিন। ১৮৬৮ সালের এই দিন তিনি ভিয়েনাতে জন্মগ্রহণ করেন। ১৯০১ সালে তিনি রক্তের গ্রুপ এ,বি এবং ও  আবিষ্কার করেন, যা পরবর্তীতে এবিও  ব্লাড গ্রুপ সিস্টেম নামে পরিচিত হয়। তার এই কাজের মাধ্যমেই রক্ত সঞ্চালন একটি নিরাপদ এবং কার্যকরী চিকিৎসা পদ্ধতিতে পরিণত হয়েছে। ১৪ জুন নোবেল জয়ী এই বিজ্ঞানীর জন্মদিনটি প্রতি বছর বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।  এদিন তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন জায়গার সঙ্গে দুর্গাপুরেও একাধিক সংস্থার উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদের সম্মান জ্ঞাপন করা এবং সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এই দিবসের প্রধান উদ্দেশ্য। এবারের বিশ্ব রক্তদাতা দিবসের থিম হলো – রক্ত দিন,আশা দিন, একসাথে আমরা জীবন বাঁচাই। এই দিনটি স্মরণে দুর্গাপু ৩টি রক্তদান শিবির থেকে ১৫২ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং দুর্গাপুর সাবডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটি এই শিবির গুলো পরিচালনায় সাহায্য করেছে বলে জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি’র সম্পাদক কবি ঘোষ। তিনি জানিয়েছেন, এদিন সিআরপিএফ দুর্গাপুর গ্রুপ সেন্টার ও অমরাবতী ওমেন্স ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে অমরাবতিতে আয়োজিত শিবিরে ৪৪জন রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রবীন্দ্র ভবনে আয়োজিত শিবিরে ১৬ জন রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। তথ্যপ্রযুক্তি সংস্থা পিনাকেল ইনফোটেক এর উদ্যোগে বিধান নগরে অবস্থিত কমপ্লেক্সে আয়োজিত শিবিরে ৯২ জন রক্তদান করেছেন। মিশন হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here