ডেটলাইন দুর্গাপুরঃ আজ ১২ জুন বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস। দিনটিকে সামনে রেখে সচেতনতার বার্তা নিয়ে দুর্গাপুরের বিধাননগর এলাকায় ছাত্র যুবদের নিয়ে একটি পদযাত্রা বের হয়। এর উদ্যোক্তা ছিল দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালাচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটি। সহযোগিতায় ছিল পরিবেশ রক্ষার্থী সংগঠন আসার। প্রসঙ্গত, এবারের বিশ্ব পরিবেশ দিবসের আহ্বান বিট প্লাস্টিক পলিউশন অর্থাৎ ‘প্লাস্টিক দূষণকে পরাস্ত করো’ ও সামাজিক দাবী ‘আমরা চাই নির্মল বাতাস’- এর সমর্থনে গত ১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত ৪২ দিনব্যাপী যে জনসচেতনতা কর্মসূচী নেওয়া হয়েছে,তারই অঙ্গ হিসেবে এদিন ১২ জুন বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসটি পালন করা হয়। এই উপলক্ষ্যে বিধাননগর শাস্ত্রী এভিনিউ সংলগ্ন উত্তরণ স্পোর্টিং ক্লাব ময়দান থেকে শুরু হয়ে বিধাননগর ডিডিএ মার্কেট পর্যন্ত পরিবেশ রক্ষার আবেদন সহ আমরা চাই নির্মল বাতাস শীর্ষক ব্যানার সহযোগে এক পদযাত্রায় ৩২ জন ছাত্র -যুব অংশগ্রহণ করেছেন। কর্মসূচীতে উপস্থিত থেকে পরিবেশ আন্দোলনের কর্মী কবি ঘোষ বলেছেন, শিশুদের আমরা কোনভাবেই চায়ের দোকানে দেখতে চাই না। বরং তারা স্কুলে ও খেলার মাঠে সামিল হোক। সমাজের প্রতি তিনি এই আবেদন রেখেছেন।