ডেটলাইন দুর্গাপুর,৭ মেঃ বুধবার উচ্চ মাধ্যমিকে ফলাফল প্রকাশ হতেই পশ্চিম বর্ধমানের পানশিউলি হাই স্কুলে খুশির হাওয়া। প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকশিক্ষিকা এবং স্কুলের পড়ুয়া সবাই খুশি। কারন এই স্কুলেরই বিজ্ঞানের ছাত্রী শ্রীপর্ণা মণ্ডল এবার মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৮৮। দশম স্থানে থাকা মোট ১০ জনের মধ্যে অন্যতম হল লাউদোহার পানশিউলি গ্রামের বাসিন্দা শ্রীপর্ণা। মাধ্যমিক পরীক্ষায় সে মাত্র এক নম্বরের জন্য মেধা তালিকায় জায়গা পায়নি। একাদশ স্থান নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার দশম হয়ে সেই আক্ষেপ মিটল। স্কুলের প্রধান শিক্ষক মাধবচন্দ্র সাহা জানিয়েছেন,শ্রীপর্ণা প্রথম থেকেই মেধাবী। স্কুলে সে প্রথম হতো। মাধ্যমিকেও সে জেলায় প্রথম হয়েছিল। তাই আমরা আশা করেছিলাম উচ্চ মাধ্যমিকেও সে ভালো ফল করবে। মেধা তালিকায় সে জায়গা পাওয়ায় আমরাও গর্বিত। শ্রীপর্ণার বাবা সৌম্য মন্ডল জানান,তাদের এক ছেলে এক মেয়ের মধ্যে শ্রীপর্ণা ছোটো। ওর দাদা পুরুলিয়ায় কম্পিউটার সায়েন্স নিয়ে বি টেক পড়ছে। শ্রীপর্ণাও জয়েন্ট ও নিট সহ অন্যান্য পরীক্ষাও দিয়েছে। উচ্চ মাধ্যমিকে মেয়ে ভালো ফল করবে আশা করেছিলাম। তবে দশম স্থানে থাকবে ভাবিনি। মেয়ের জন্য অবশ্যই আমরা গর্বিত।শ্রীপর্ণার ইচ্ছা ডাক্তার হওয়ার। সৌম্যবাবু একসময় ভারতীয় জীবনবিমায় এজেন্টের কাজ করতেন। কিন্তু লকডাইনের সময় সেই কাজ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তিনি চাষাবাদ করে সংসার চালান। তিনি জানান,মেয়ে তার নিজের ইচ্ছাতেই তার স্বপ্নপূরণ করতে পারবে বলেই তার বিশ্বাস।
Latest article
প্রয়াত সাংবাদিক দীপক গুরুংয়ের স্মৃতিতে রক্তদান
ডেটলাইন দুর্গাপুরঃ ২০১২ সালের ৩১ জুলাই দুর্গাপুরের ডিভিসি মোড়ে এক পথ দুর্ঘটনায় প্রয়াত হন দুর্গাপুরের মিডিয়া জগতের বিশিষ্ট চিত্র সাংবাদিক দীপক গুরুং।পেশাগতভাবে...
চুরি যাওয়া ১২ লক্ষ টাকার বৈদ্যুতিক সরঞ্জম উদ্ধার সহ চুরিচক্রের তিন দুষ্কৃতিকে গ্রেফতার করল...
ডেটলাইন দুর্গাপুর,২৮ জুলাইঃ দুর্গাপুর থেকে চুরি যাওয়া বিপুল পরিমান দামী বৈদ্যুতিক সরঞ্জম উদ্ধার সহ এই দুঃসাহসিক চুরির সঙ্গে যুক্ত তিন দুষ্কৃতিকে গ্রেফতার...
অনুপ্রবেশকারী নিয়ে দুর্গাপুরের সভা থেকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী
ডেটলাইন দুর্গাপুর,১৮ জুলাই: অনুপ্রবেশকারী নিয়ে দুর্গাপুরের সভা থেকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এখানে তিনি বলেন, “তৃণমূল নিজের স্বার্থে বাংলার সম্মানকে মাটিতে মিশিয়ে...