মরণোত্তর দেহদানে মানবিকতার নজির দুর্গাপুরের উর্মিলা খান মিদ্দার

0
208

ডেটলাইন দুর্গাপুর,২৬ এপ্রিলঃ বর্তমান এক অস্থির সময়ে মানবিকতার এক উজ্জ্বল নজির দেখা গেল দুর্গাপুরে। সংখ্যালঘু পরিবারের সদস্য হয়েও চিকিৎসা বিজ্ঞানের বিকাশের বৃহত্তর স্বার্থে মরণোত্তর দেহদান করে গেলেন দুর্গাপুরের সগরভাঙ্গার বাসিন্দা উর্মিলা খান মিদ্দা। সম্প্রতি, শারীরিক অসুস্থতার কারনে তাঁর চিকিৎসা চলছিল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। অবশেষে ২৫ এপ্রিল ৬৫ বছরের উর্মিলা খান মারা যান। কিন্তু মরণোত্তর দেহদানের অঙ্গিকার করে যাওয়ায় তার দুই মেয়ে আমিনা খান এবং শামীমা মৈত্র মায়ের ইচ্ছেপূরণ করার লক্ষ্যে তাঁর মরদেহ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ,আচার্য্য সত্যেন্দ্রনাথ বোস বিজ্ঞান কেন্দ্র ও দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সহায়তায় এদিন আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের দেহদান করেন। একই সঙ্গে দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটিতে চক্ষুদানও করা হয়। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে দুর্গাপুর কেন্দ্রের সম্পাদক দেবব্রত চৌধুরী,আচার্য্য সত্যেন্দ্রনাথ বোস কেন্দ্রের কিশোর ভট্টাচার্য্য সেখানে উপস্থিত থেকে মৃতার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে মরণোত্তর দেহদানে এখন বহু মানুষ অঙ্গীকারবদ্ধ হচ্ছেন। উর্মিলা খানের এই নজির আগামী দিনে এই কাজে আরও মানুষকে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেছেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক রাজেশ পালিত। প্রয়াত সমাজসেবী উর্মিলা খান মিদ্দা’র প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেছেন, উর্মিলা খান মিদ্দা এই অশান্ত সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বলতম নজির তৈরি করে গেলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here