ডেটলাইন দুর্গাপুর,১৪ এপ্রিলঃ দেশের সামাজিক আন্দোলনের বরেণ্য নেতা ও সংবিধান প্রণেতা ড.বি আর আম্বেদকরের ১৩৪ তম জন্মবার্ষিকী সোমবার দেশজুড়ে যথাযথ মর্যাদায় পালন করা হয়। এই উপলক্ষ্যে ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীনস্ত নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর -এর উদ্যোগে এবং দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি ও দুর্গাপুর সাংস্কৃতিক পরিষদের সহযোগিতায় এদিন সকালে জাতীয় ঐক্য সংহতি রক্ষার আবেদন নিয়ে মুচিপাড়া থেকে বিধান নগর ডিডিএ মার্কেট পর্যন্ত সাইকেল র্যািলী অনুষ্ঠিত হয়। এখানে ২৫ জন বিভিন্ন বয়সী ছাত্র যুব অংশ গ্রহন করে। এই সাইকেল র্যানলী পরিচালনায় সহযোগিতা করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মুচিপাড়া ট্রাফিক গার্ড। এছাড়া বিধাননগর ডিডিএ মার্কেটে ড.বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে,শপথ বাক্য পাঠ এবং সংবিধান রক্ষার আবেদনে ফ্লেক্স বোর্ডে নির্মিত প্রিয়েম্বল ওয়ালে ১০০ জনেরও বেশী মানুষ স্বাক্ষর করেছেন। এখানে সমাজের বিভিন্ন অংশের গুণী মানুষেরা উপস্থিত ছিলেন। আম্বেদকররের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলনের নেতা বিশিষ্ট শিক্ষাবিদ শ্রীকান্ত চট্টোপাধ্যায় ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা শিবাশীষ চট্টোপাধ্যায়। শপথ বাক্য পাঠ করান বিশিষ্ট আইনজীবী আইয়ুব আনসারী। সভা পরিচালনা করেন সমাজকর্মী কবি ঘোষ। নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুরের ভারপ্রাপ্ত আধিকারিক অন্বেষা ভট্টাচার্য সকলকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে ড.বি আর আম্বেদকর জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুর্গাপুরের আমরাই নীলডাঙ্গার মিলন সংঘ ক্লাবের উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি ও ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীনস্ত নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর -এর সহযোগিতায় ভ্রাম্যমান রক্তযানে আয়োজিত শিবিরে ২ জন মহিলা সহ মোট ২২ জন রক্তদান করেছেন।