ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ বিশ্ব কিক বক্সিং প্রতিযোগিতায় ভারতীয় দলে নির্বাচিত হয়েছে দুর্গাপুরের তৃতীয় শ্রেণীর ছাত্রী আরাধ্যা ধীবর।আজ সোমবার থেকে এই প্রতিযোগিতা শুরু হচ্ছে থাইল্যান্ডের ব্যাঙ্কক শহরে। এদিনই আরাধ্যা ভারতীয় দলের অন্য সদস্যদের সঙ্গে দিল্লি থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে। কিক বক্সিংয়ের বিশ্বকাপ দলে ভারতের মোট ২২ জন সদস্যের মধ্যে সবচেয়ে ছোটো হল ৯ বছরের আরাধ্যা। সে বিশ্বকাপে চাইল্ড ক্যাটাগরির -৩৬ এবং + ৩৬ বিভাগে পয়েন্ট ফাইট ইভেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে। উল্লেখ্য,গত ফেব্রুয়ারী মাসে দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কিক বক্সিং প্রতিযোগিতায় তিনটি স্বর্ণ পদক পেয়ে নজর কাড়ে আরাধ্যা এবং সেই সুবাদেই সে সর্ব কনিষ্ঠ সদস্য হিসেবে বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেয়েছে। জানা গেছে,৪০টি দেশের প্রায় ৯০০ প্রতিযোগি বিশ্বকাপে অংশ নিচ্ছে। থাইল্যান্ডে এই বিশ্বকাপ চলবে ৭-১২ এপ্রিল।
