ডেটলাইন দুর্গাপুর,২ অক্টোবরঃ ভারত সরকারের উদ্যোগে সারা দেশ জুড়ে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত স্বচ্ছতা ই সেবা শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান চলছে। এদিন তার সমাপ্তি দিবসে নানা প্রান্ত জুড়ে অনেকগুলি অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হলো। এই মূল উদ্দেশ্য হল স্বচ্ছতা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনে সকল শ্রেণীর মানুষকে উদ্বুদ্ধ করা। এই আবেদনেরই ভিত্তিতে বিপুল উদ্দীপনা সহকারে আজকে ৪টি গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করা হয়েছে।গান্ধী মোড়ে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশ থেকে সিটি সেন্টার নগর নিগম কার্যালয় পর্যন্ত পরিচ্ছন্নতার আবেদনে সাইকেল র্যােলী ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। ৬২ জন অংশগ্রহন করেছে। কমলপুর এলাকায় শান্তিনিকেতন পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা পরিচ্ছন্নতার আবেদনে পদযাত্রা ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহে সামিল হয়েছিল। ১০৮ জন ছাত্র ছাত্রী অংশগ্রহন করেছে। লাউদোহাতে দুর্গাপুর ফরিদপুর ব্লক অফিস ও ফরিদপুর থানা প্রাঙ্গণ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। ৫৪জন অংশগ্রহন করেছে। সিটি সেন্টার তথ্যকেন্দ্র হলে পরিবেশ সচেতনতা নিয়ে বক্তৃতামালা অনুষ্ঠিত হয়েছে। ৭১ জন উপস্থিত ছিল। উপস্থিত ছিলেন অচিন্ত্য সিনহা,সেক্রেটারী, ডি এম সি, কাঞ্চন ঘোষ,নোডাল অফিসার, ডি এম সি, দীপক সেন ও স্বস্তিকা ব্যানার্জি – বিশিষ্ট ক্রীড়া সংগঠক ,রাজীব চ্যাটার্জি- প্রধান শিক্ষক সগড়ভাঙ্গা হাই স্কুল ও রক্তদান আন্দোলনের নেতৃত্ব রাজেশ পালিত। প্রতিটি অনুষ্ঠানের শুরুতে মহাত্মা গান্ধীর মুর্তি ও প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছে এবং শেষে “নিজে পরিচ্ছন্ন থাকবো ও এলাকা পরিচ্ছন্ন রাখবো” শপথ নেওয়া হয়েছে। এই কর্মসূচীগুলি দুর্গাপুর নগর নিগম,কেন্দ্রীয় সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীনস্ত মাই ভারত দুর্গাপুর অফিস ও দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালাচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটির উদ্যোগে এবং এন এস এম এস গ্রুপ অফ ইন্সটিটিউশন ও এলয় স্টিল প্ল্যান্ট স্পোর্টস এসোসিয়েশন এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। অচিন্ত্য সিনহা,সেক্রেটারী, দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালাচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটির পক্ষে রাজেশ পালিত ও মৃত্যুঞ্জয় সামন্ত,মাই ভারত দুর্গাপুরের পক্ষে অন্বেষা ভট্টাচার্য সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।