ডেটলাইন দুর্গাপুরঃ পরিবেশ সংরক্ষণের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ২২ এপ্রিল পৃথিবী জুড়ে পৃথিবী দিবস চিহ্নিত করা হয়। এটি প্রথম মার্কিন কলেজ ক্যাম্পাস জুড়ে ১৯৭০ সালে উদযাপিত হয়েছিল – সান্তা বারবারায় ব্যাপক তেল ছড়িয়ে পড়ার কয়েক মাস পরে। আন্দোলনটি তখন থেকে ১৯২ টিরও বেশি দেশে এক বিলিয়নেরও বেশি ব্যক্তিকে একত্রিত করেছে। এবছরে বিশ্বব্যাপী থিম ‘প্ল্যানেট বনাম প্লাস্টিক’ নিয়ে বার্ষিক অনুষ্ঠানটি পালিত হয়। এই উপলক্ষ্যে দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি ও সুইচ অন ফাউন্ডেশন এর উদ্যোগে এবং নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এর সহযোগিতায় ভারত সরকারের শিক্ষা দপ্তরের অধীনস্ত জওহর নবোদয় বিদ্যালয় দুর্গাপুর এর সার্বিক ব্যবস্থাপনায় বিধাননগরে অবস্থিত স্কুল প্রাঙ্গণে সারা স্কুল জুড়ে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান ও পড়ুয়াদের মধ্যে প্রচার অভিযান করা হয়েছে। সূচনা করেন বিদ্যালয়েরর প্রিন্সিপাল জে কে মহাপাত্র। পাশাপাশি দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি ও সুইচ অন ফাউন্ডেশন এর উদ্যোগে এবং নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এর সহযোগিতায় ইস্পাত নগরীতে অবস্থিত সুরেন চন্দ্র মডার্ন স্কুল এর ব্যবস্থাপনায় স্কুল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এখানে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের কর্ণধার সুশান্ত পোদ্দার। উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলনের কর্মী কবি ঘোষ ও অঙ্কিতা চক্রবর্তী প্রমূখ। পৃথিবী দিবস উদযাপনের গুরুত্ব ব্যাখা করে কবি ঘোষ জানিয়েছেন যে – ২০১৬ সালে জাতিসংঘ প্যারিস চুক্তির তারিখ হিসাবে ২২ এপ্রিলকে নির্বাচন করেছিল – সাধারণত জলবায়ু এবং পরিবেশ আন্দোলনের ইতিহাসে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ চুক্তি হিসাবে বিবেচিত হয়। বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি গ্রহণ করার জন্য সেই বছর ২২ এপ্রিল ১৯৬টি দেশের নেতারা একত্রিত হয়েছিল। দেশগুলি অ্যাকর্ডের অধীনে গ্লোবাল ওয়ার্মিং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত করার চেষ্টা করবে এবং গ্রীনহাউস গ্যাস নির্গমনকে ২০২৫ সালের আগে সর্বোচ্চ এবং ২০৩০ সালের মধ্যে ৪৩ % হ্রাস করতে হবে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...