ডেটলাইন দুর্গাপুরঃ পৃথিবীকে আমরা মা বলে থাকি। সেই মা কে ভালো রাখতে প্রকৃতি ও পরিবেশ রক্ষার্থে শনিবার শিল্প কর্মশালা এবং কারুশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী আর্ট গ্যালারি ও সংলগ্ন প্রাঙ্গনে। শিল্পীদের সংগঠন সিক্সথ ডাইমেনশন এর উদ্যোগে এবং সুইচ অন ফাউন্ডেশন ও দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটির সহযোগিতায় আয়োজিত হলো তৃতীয় বর্ষ এই শিল্প কর্মশালা এবং কারুশিল্প প্রদর্শনী। এবারের থিম ছিল প্রকৃতি রক্ষার্থে পরিবেশ দূষণ রোধ করো। অনুষ্ঠানের সূচনা করেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখার্জি। উপস্থিত ছিলেন পরিবেশ ও রক্তদান আন্দোলনের নেতা কবি ঘোষ,আর্ট কিউরেটর শ্যামা দাস,দেশের বরেন্য চিত্রশিল্পী মলয় দাস,সুব্রত কর, অমল গড়াই,প্রদীপ পাল,সুইচ অন এর অঙ্কিতা চক্রবর্তী প্রমূখ। এখানে বক্তারা সকলেই পরিবেশকে দূষণের থেকে রক্ষা করার আহ্বান জানান। জেলার নানান প্রান্ত থেকে এই কর্মসূচিতে অংশ নিয়েছে ৪২ জন চিত্রকর,(আর্ট গ্যালারিতে এনাদের ছবি প্রদর্শন করা হয়েছে),১ জন মৃত্তিকা ভাষ্কর,২ জন গ্রীণ উদ্যোগী এবং ৪০ জন শিক্ষার্থী। এখানে দুর্গাপুরের কৃতি চিত্রকর ও ভাষ্কর সঞ্জয় রক্ষিতকে সম্মান জ্ঞাপন করা হয়েছে। সিক্সথ ডাইমেনশন এর পক্ষে যুগ্ম সম্পাদক দেবব্রত চৌধুরী ও হিমাংশু বিশ্বাস জানান,যেভাবে আমাদের পরিবেশ ক্রমাগত দূষিত হয়ে পড়ছে সেখানে আমাদের সকলকেই সচেতন হতে হবে। সেই বার্তাটাই এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রচার করতে চাই।
Latest article
অনুপ্রবেশকারী নিয়ে দুর্গাপুরের সভা থেকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী
ডেটলাইন দুর্গাপুর,১৮ জুলাই: অনুপ্রবেশকারী নিয়ে দুর্গাপুরের সভা থেকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এখানে তিনি বলেন, “তৃণমূল নিজের স্বার্থে বাংলার সম্মানকে মাটিতে মিশিয়ে...
৪ মহিলা সহ ৫ গাঁজা পাচারকারী কোক ওভেন পুলিশের জালে
ডেটলাইন দুর্গাপুর: আগেও একাধিকবার গাঁজা পাচারকারীদের ধরেছে কোক ওভেন থানা পুলিশ। তবে এবার চারজন মহিলা সহ আন্ত: রাজ্য গাঁজা পাচার চক্রের মোট...
সারা বিশ্বে মহরমের দিন থেকেই ইসলামিক নববর্ষ শুরু হয়
ডেটলাইন ডেস্ক,৬ জুলাইঃ বিশ্ব জুড়ে বেশ ধূমধাম করেই পালিত হয় ইংরাজী নববর্ষ ১ লা জানুয়ারী। এই নববর্ষ উদযাপনের সাথে সকলেই পরিচিত। এছাড়াও...