ডেটলাইন দুর্গাপুরঃ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১২ বছর পূর্তি উপলক্ষে যে সপ্তাহব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছিল,আজ বুধবার ছিল তার ষষ্ঠ দিন। এদিন কোক ওভেন থানার পক্ষে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে প্রায় ৫০ জন স্বেচ্ছা রক্তদান করেছেন। উল্লেখ্য,কর্মসূচীর দ্বিতীয় দিন গত শনিবার কোক ওভেন থানার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল বসে আঁকো প্রতিযোগিতার। সেই প্রতিযোগিতায় কোক ওভেন থানার অধীন বিভিন্ন এলাকার শতাধিক কচিকাঁচা অংশ নেয়। এদিন বিভিন্ন বিভাগে সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়। বসে আঁকো প্রতিযোগিতায় উত্তীর্ণ সকল প্রতিযোগীদের এবং এদিনের শিবিরে সমস্ত রক্তদাতাকে শুভেচ্ছা জানান কোক ওভেন থানার ভারপ্রাপ্ত ওসি বিজন সমাদ্দার।

