পুলিশ দিবস ও কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস পালিত কোক ওভেন থানার

0
233

ডেট লাইন দুর্গাপুর: পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিবর্তন আসার পর ২০১১ সালে রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে একাধিক পুলিশ কমিশনারেট তৈরী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই একটি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। ২০১১ সালে ১ সেপ্টেম্বর অবিভক্ত বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুর মহকুমা নিয়ে গঠিত হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এই দিনই পুলিশ দিবস এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১২ বছর পূর্তি উপলক্ষে কোক ওভেন থানার পক্ষ থেকে বৃক্ষরোপনের পাশাপাশি পথ চলতি মানুষকে চারা গাছ প্রদান করে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সচেতন করা হয়। এছাড়াও দুর্গাপুর স্টেশন সংলগ্ন এলাকায় গরিব মানুষদের মধ্যে মিষ্টি বিতরন করা হয়। কোক ওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন সমাদ্দার পুলিশ দিবস ও কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকলে শুভেচ্ছা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here