ডেটলাইন দুর্গাপুরঃ যে কোন মৃত্যুই শোকের,বেদনার। বিশেষ করে যদি সেটা দুর্ঘটনাজনিত অকাল মৃত্যু হয় তাহলে তো সেটা মেনে নেওয়াই অসম্ভব। সৌরনীল সরকার (৭)নামে এক ছাত্রের কলকাতার বেহালায় লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু গোটা রাজ্যের মানুষকে স্তম্ভিত করে দিয়েছে। এই বালকের মৃত্যু যেন রাস্তা পারাপারের সচেতনাকে এক লাফে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কথায় আছে,‘সাবধানের মার নেই’, কিংবা, ‘যে সয় সে রয়’। অর্থাৎ বহুদিন জীবনপথ অতিক্রম করতে হলে পথ পরিক্রমাটাও সাবধানে ও যথাযথভাবে করা উচিত। যে সাবধানে চলে সেই বিপদ থেকে রক্ষা পায়। কিন্তু এই যান্ত্রিক,বস্তুবাদী জীবনে সেই বোধ ও নৈতিকতার বড়ই অভাব। নিয়ম আছে কিন্তু সেই নিয়ম না মানার প্রবণতাও আছে। তাই পথ চলতে চলতে পথেই হারিয়ে যায় জীবন। যে জীবন মহার্ঘ তাকে অবহেলা করা কি উচিৎ? পথ নিরাপত্তা সম্পর্কে মানুষদের অবহিত করতে ২০১৬ সালে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ নামে বিশেষ এক কর্মসূচী চালু করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা বাহুল্য, সেই থেকে পুলিশের তরফে সারা বছরই এই কর্মসূচীর মাধ্যমে গাড়ি চালক ও পথ চলতি মানুষদের সচেতনতার শিক্ষা দেওয়া চলছে। ব্যতিক্রম নয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটও। সৌরনীলের মৃত্যুর পর এবার আরও বেশি করে পথ নিরাপত্তায় মানুষকে সচেতন করতে শনিবার দুর্গাপুরের নেপালী পাড়া হিন্দি হাই স্কুল থেকে দুর্গাপুর গ্যারেজ মোড় পর্যন্ত পথ সচেতনতা র্যালি করা হয়। এই কর্মসূচীতে ছিলেন এসিপি দুর্গাপুর তথাগত পান্ডে, সিআই বুদবুদ নন্দন মন্ডল, কোক ওভেন থানার অফিসার ইনচার্জ বিজন সমাদ্দার, মুচিপাড়া ট্র্যাফিক গার্ড অফিসার ইনচার্জ অনুপ কুমার হাটি, সাবইন্সপেক্টর মিলন ভুঁই, সাবইন্সপেক্টর রাজা বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভল্যান্টিয়াররা। এই বিশেষ কর্মসূচীতে পুলিশ আধিকারিকরা তাদের বক্তব্যে ছাত্রছাত্রী,অভিভাবক ও উপস্থিত সকলকে পথ নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয় ট্রাফিক নিয়ম মানার ও সতর্কতার কথা বলেন। রাস্তায় গাড়ি বা সাইকেল চালানোর সময় বা পথে চলার সময়ে অনেকেই মোবাইলে কথা বলেন বা কানে হেডফোন থাকে। এই অভ্যাস যে পথ দুর্ঘটনার ক্ষেত্রে মারাত্মক কারন হতে পারে,সেবিষয়ে পুলিশ কর্তারা সবাইকে সতর্ক করেন। পুলিশ আধিকারিকরা জানান, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচী চালুর পর পশ্চিমবঙ্গে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে। তা সত্বেও পথ নিরাপত্তায় আমাদের আরও সচেতন হতে হবে। পথ নিরাপত্তার এই ধারাবাহিক কর্মসূচীর প্রশংসা করে নেপালী পাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ড.কলিমূল হক বলেন,পুলিশ যেমন আমাদের সতর্ক করে থাকে তেমনই আমাদেরও পথে বের হয়ে সাবধান থাকতে হবে। ট্রাফিক নিয়মকানুন মেনে চলতে হবে।
