প্লাস্টিক দূষণ রোধে সচেতনতার বার্তা দিতে দুর্গাপুরে সাইকেল র‍্যালি

0
814

ডেটলাইন দুর্গাপুরঃ পরিবেশ রক্ষার জন্য সচেতনতা এবং পদক্ষেপকে উৎসাহিত করার লক্ষ্যে আজ ৩ জুন বিশ্ব সাইকেল দিবস পালন করা হল। ভারত সরকারের যুব কল্যাণ দপ্তরের অধীনস্ত নেহেরু যুব কেন্দ্র,(দুর্গাপুর), দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব কো – অর্ডিনেশন সোসাইটি, স্বেচ্ছাসেবী সংগঠন সুইচ অন ফাউন্ডেশন, জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ এবং একবিন্দু কাঁকসা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি যার মূল আবেদন ছিল “প্লাস্টিক দূষণকে পরাস্ত করুন “। জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ থেকে সাইকেল র‍্যালির উদ্বোধন করেন নেহেরু যুব কেন্দ্র, দুর্গাপুর- এর ডেপুটি ডাইরেক্টর প্রদীপ কুমার সাহা ও ভাদুবালা স্কুলের প্রধান শিক্ষক জইনুল হক। একটি র‍্যালি জেমুয়া থেকে শুরু হয়ে পরানগঞ্জ,হরিবাজার,ফুলঝোড়, হাডকো হয়ে বিধাননগর ডিডিএ মার্কেটে এসে শেষ হয়। আরেকটা র‍্যালি গোপালপুর পশ্চিমপাড়া থেকে শুরু হয়ে বামুনাড়া,এইচ এফ সি কলোনী হয়ে বিধাননগর ডিডিএ মার্কেটে এসে শেষ হয়। এই র‍্যালির উদ্বোধন করেন শিক্ষক প্রভাত সাহা ও নবেন্দু মুখার্জি। ২টি সাইকেল র‍্যালিতে ৩৫০ এর বেশি কিশোর কিশোরী অংশগ্রহণ করে,তাদের হাতে ছিল বর্ণময় পোস্টার। পরিবেশ রক্ষার স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা। ডিডিএ মার্কেটে জীবনদান ভবন সংলগ্ন স্থানে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রক্তদান আন্দোলনের এম্বাসেডর কিরণ ভার্মা,নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর- এর ডেপুটি ডাইরেক্টর প্রদীপ কুমার সাহা, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুজিত সরকার,আইনজীবী আয়ূব আনসারী, সগড়ভাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক রাজীব চ্যাটার্জি, শিক্ষাবিদ মাধুরী প্রধান,দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের অধ্যাপক শুভজীত ওঝা ও অশোক ভট্টাচার্য,জাতীয় ক্রীড়াবিদ সীমা দত্ত চ্যাটার্জি, রোটারিয়ান সুবীর রায়,লায়ন্স ক্লাবের আফতাব হোসেন,দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক রাজেশ পালিত,পুলিশ আধিকারিক মেঘনাদ মন্ডল ও ওসি ট্রাফিক মুচিপাড়া, জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জইনুল হক সহ স্কুলের অনান্য শিক্ষক শিক্ষিকারা। সভার শুরুতে ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহত সকলের প্রতি গভীর শোক জ্ঞাপন করে নীরবতা পালন করা হয়। স্বাগত ভাষণ দেন সুইচ অন ফাউন্ডেশনের অঙ্কিতা চক্রবর্তী। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী কবি ঘোষ। উপস্থিত সকলে “প্লাস্টিক দূষণ রোধ করা, প্রকৃতি ও পরিবেশ রক্ষা সহ পৃথিবীকে বাঁচাতে “শপথ বাক্য পাঠ করেন। একই সঙ্গে প্লাস্টিক দূষনের ভয়াবহতা বোঝাতে সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে জীবনদান ভবনের সামনে একটি মডেল স্থাপন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here