ডেটলাইন বাংলাঃ সংবাদপত্র জগতে প্রবেশ ঘটল আরও একটি পত্রিকার। আজ ১৪ মে এই দিনেই আমাদের অনলাইন নিউজ পোর্টাল ‘ডেটলাইন বাংলা’ আত্মপ্রকাশ করেছিল। এই পোর্টালে প্রথম থেকেই আমরা মানুষের স্বার্থে এবং প্রকৃত ঘটনার খবর তুলে ধরে এসেছি। এবার আমাদের প্রিন্ট মিডিয়াতেও আত্মপ্রকাশ ঘটল একই দিনে। আমাদের পত্রিকার নাম ‘রংবাদ বাংলা সংবাদ’। আপাতত প্রতি ইংরাজী মাসের প্রথম দিন প্রকাশিত হবে পত্রিকাটি। কিন্তু,পত্রিকার নাম কেন ‘রংবাদ বাংলা সংবাদ’ ? এপ্রসঙ্গে পত্রিকার সম্পাদিকা মিনা খাতুন বলেন, বর্তমান কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে সাংবাদিকের ভয় সবচেয়ে বেশি। কারণ, সঠিক খবর করতে গিয়ে অনেক সময়েই তাঁকে সরকার বিরোধী বা ক্ষমতাসীন মানুষের বিপক্ষে এগোতে হয়। তা সত্বেও কাজের প্রতি ও সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে। শহরের মানুষের ও গ্রামের বা প্রান্তের জেলার মানুষের কথা বা তাদের আশা আখাঙ্খার কথা অনেক সময়েই বলার কেউ থাকছেন না। আমরা সেই অভাব সাহসের সঙ্গে পূরণ করার চেষ্টা করে যাব। আমরা বিশ্বাস করি -সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে নাই। তাই,আমাদেরও লক্ষ্য হল কোনো খবরকে রং মাখিয়ে নয়,প্রকৃত খবরই পরিবেশন করা। আমি মনে করি, জীবনে যদি রং না থাকে তাহলে সেই জীবনে কোনো আনন্দ থাকে না। কিন্তু, খবরে কোনো রং লাগলে সেটা আর খবর থাকে না। তাই আমাদের খবর হবে- রংবাদ সংবাদ। সকলের সহযোগিতা ও আশীর্বাদ নিয়ে আমাদের পথচলা শুরু করলাম।
