ডেটলাইন দুর্গাপুর: সিভিক পুলিশের মানবিক রূপ। এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায়। কিভাবে সে পরীক্ষা দেবে তাই নিয়ে যখন মৌমিতা বাউরি নামে ওই ছাত্রীর কান্না প্রায় অবস্থা তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় কোক ওভেন থানার ভাস্কর দত্ত নামে এক সিভিক ভলান্টিয়ার। সে ওই ছাত্রীকে তার বাইক করে বাড়ি নিয়ে যায় এবং অ্যাডমিট কার্ড নিয়ে ওই ছাত্রীকে তার পরীক্ষা কেন্দ্রে যথা সময় পৌঁছে দেয়। মৌমিতা বাউরি রায়রানী স্কুলের ছাত্রী। তার সিট পড়েছিল সাগরভাঙা হাই স্কুলে। সিভিক পুলিশ ভাস্করের এই ভূমিকাকে কৃতজ্ঞতা জানিয়েছেন ওই ছাত্রী এবং তার পরিবারের লোকজন। এই কাজের জন্য কোক ওভেন থানার পুলিশ আধিকারিকরাও ভাস্করের প্রশংসা করেন।