ডেট লাইন দুর্গাপুর: সোমবার থেকে শুরু হল এবছরের মাধ্যমিক পরীক্ষা। গত বছর করোনা জন্য মাধ্যমিক পরীক্ষা হয় নি। এবছর অনেক বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। দুর্গাপুরের নডিহা হাইস্কুল প্রাঙ্গনে দেখা গেল পশ্চিম বর্ধমান জেলা ও দুর্গাপুর ৩নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং ৪৩নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভকামনা জানানো হল।এখানে ১৬২ জন ছাত্রছাত্রী ছিল। দুজন ছাত্র এডমিট কার্ড আনতে ভুলে গিয়েছিল। ছাত্র পরিষদের সদস্যরা ওই স্টুডেন্টের গার্জেন কে সঙ্গে নিয়ে তড়িঘড়ি পরীক্ষার্থী বাড়ি গিয়ে তার এডমিট কার্ড নিয়ে আসে।