আবেদন গ্রহনই করল না সুপ্রিম কোর্ট,পরীক্ষা স্কুলে বসেই দিতে হবে

0
576

ডেটলাইন ওয়েব ডেস্কঃ সিবিএসই এবং সিআইএসসিই বোর্ডের তরফে আগেই জানানো হয়েছিল যে অনলাইন নয়, অফলাইনেই ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে তাদের স্কুলে। সেই ঘোষণার বিরুদ্ধেই ১৫টি রাজ্যের দশম এবং দ্বাদশ শ্রেণীর কয়েক জন সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। তাতে বলা হয়েছিল কোভিড এখনও শেষ হয়নি, তাই অনলাইনেই পরীক্ষা হওয়া উচিত। সেই আবেদন সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়লেও আজ সেই আবেদন গ্রহণই করল না সুপ্রিম কোর্ট। বিচারপতি এএম খানউইলকরের নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার জানিয়ে দিল, এই ধরনের আবেদন তারা গ্রহণ করবে না। কারণ এসব পড়ুয়াদের মধ্যে ‘মিথ্যে আশা’, ‘বিভ্রান্ত’ তৈরি করে। বেঞ্চের কথায়, ‘যেসব পড়ুয়ারা বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের মধ্যে এই আবেদন মিথ্যে আশা তৈরি করে। বিভ্রান্ত করে।’ বেঞ্চের আর দুই বিচারপতি সিটি রবিকুমার এবং দীনেশ মাহেশ্বরী বলেন, ‘পড়ুয়াদের তাদের কাজ করতে দিন। কর্তৃপক্ষকেও তাদের কাজ করতে দিন।’ বিচারপতি জানিয়েছেন, অনলাইন পরীক্ষা নিয়ম হতে পারে না। উল্লেখ্য,গত বছর করোনার জন্য দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা অনলাইনেই নিয়েছিল সিবিএসই, সিআইএসসিই বোর্ড সহ দেশের সব বোর্ড। সেই সময় দেশজুড়ে চলছিল কোভিডের দ্বিতীয় ঢেউয়ের তীব্র সংক্রমণ। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে। তাই স্কুলে বসেই পরীক্ষা দেওয়ার কথা জানিয়ে দিয়েছে সিবিএসই এবং সিআইএসসিই বোর্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here