দুর্গাপুরে রান ফর ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’

0
531

ডেটলাইন দুর্গাপুরঃ পথের বিপদ এড়াতে যেমন সামধান ও সতর্ক থাকতে হয়,তেমনই জানতে হয় পথের নিয়মকানুনও। যাকে বলে ট্রাফিক আইন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই দুর্ঘটনা নিয়ন্ত্রন ও গাড়ির চালক ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে চালু করেন ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি। প্রায় সারা বছরই পুলিশের পক্ষ থেকে সাধারন মানুষকে পথ নিরাপত্তা বিষয়ে সতেনতার কর্মসূচী পালন করা হয়। বুধবার দুর্গাপুরে সেই কর্মসূচীর অঙ্গ হিসাবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা ও মুচিপাড়া ট্রাফিক গার্ড- এর উদ্যোগে আয়োজিত হল এক আকর্ষণীয় দৌড় প্রতিযোগিতা। দুর্গাপুরের গ্যামন ব্রিজ থেকে অঙ্গদপুর হেড কোয়ার্টাস পর্যন্ত আসা যাওয়া মিলিয়ে প্রায় ৫ কিমি এই দৌড় প্রতিযোগিতায় পুলিশ পরিবারের সদস্যরা ছাড়াও সাধারন প্রতিযোগীরাও অংশ নেন। পুরুষদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেন ২৬ জন মহিলাও। এই দৌড় প্রতিযোগিতা ঘিরে অংশ গ্রহনকারীদের মধ্যে যথেষ্ঠ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রতিযোগীদের পাশাপাশি দর্শকদের মধ্যেও বেশ উন্মাদনা দেখা যায়। সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এসিপি (কাঁকসা) শ্রীমন্ত ব্যানার্জী প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই দৌড়টাই শেষ নয়। জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে তাদের এই দৌড় বজায় রাখতে হবে। তিনি ছাড়াও এই কর্মসূচীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি(পূর্ব) ধ্রুবজ্যোতি মুখার্জী, সিআই-এ কৃষ্ণেন্দু বিশ্বাস,সিআই-বুদবুদ তুলসীদাস ভট্টাচার্য,কোক ওভেন থানার আধিকারিক সৌমেন সিংহ ঠাকুর,মুচিপাড়া ট্রাফিক গার্ড ওসি প্রসেনজিত বসাক এবং নবাগত ট্রাফিক ওসি প্রসেনজিত মন্ডল, সাব ইন্সপেক্টর মিলন ভুঁই, এএসআই অসীম চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here