ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট প্রশাসক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুকুটে আরও একটি পালক যুক্ত হচ্ছে। এবার আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে আসিন হতে চলেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।বুধবার এই ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলের ছেড়ে যাওয়া পদেই বসতে চলেছেন সৌরভ। ক্রিকেটকে অবসর জানানো পর প্রথমে সিএবির প্রেসিডেন্ট হয়েছিলেন সৌরভ। তারপর বোর্ড সভাপতির আসনে বসেন তিনি। আর এবার আইসিসিও তাঁকেই বড় দায়িত্ব দিচ্ছে। তাঁর আমলেই প্রথমবার দেশে পিংক বল টেস্ট আয়োজিত হয়েছিল। উল্লেখ্য, ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেটার ক্লাইভ লয়েডের মেয়াদ শেষ হওয়ার পর চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল অনিল কুম্বলেকে। ২০১৬ সালে দ্বিতীয়বারের জন্য চেয়ারম্যান করা হয় তাঁকেই। দীর্ঘ ৯ বছর কুম্বলে এই দায়িত্ব সামলানোর পর এবার তাঁর জায়গায় আর এক ভারতীয় সৌরভকেই বেছে নিয়েছে আইসিসি।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...