ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুরে হটাৎই ছড়িয়ে পড়েছে মৌমাছির আতঙ্ক। রাস্তায় বের হলেই পড়তে হচ্ছে মৌমাছিদের হামলার মুখে। ইতিমধ্যে মৌমাছির আক্রমনের শিকার হয়ে এক ব্যাক্তির মৃত্যু হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। জানা গেছে সোমবার নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিওজিএল কলোনির এক বাসিন্দা বছর ৭০ এর দ্বারিকাপ্রসাদ সিং ব্যাঙ্কের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ সংলগ্ন রাস্তায় হটাৎই তার উপর আক্রমন চালায় বেশ কিছু মৌমাছি। তিনি হাত দিয়ে তাদের তাড়াবার চেষ্টা করলেও মৌমাছিদের তীব্র আক্রমনের কাছে না পেরে দৌড়তে শুরু করেন এবং শেষ পর্যন্ত গুরুতর জখম অবস্থায় মাটিতে পড়ে যান। পথ চলতি দু একজন তাঁকে সাহায্য করতে এলেও তারা মৌমাছিদের আক্রমনের চোটে পালিয়ে বাঁচেন। খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ এসে ওই ব্যাক্তিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। কিন্তু এদিন ভোরের দিকে দ্বারিকাপ্রসাদ সিং নামে বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা বিওজিএলের অবসরপ্রাপ্ত ওই ব্যক্তির মৃত্যু হয় হাসপাতালে। এই খবর জানার পরেই এলাকাবাসীর মধ্যে মৌমাছির আতঙ্ক বেড়ে গেছে। দুর্গাপুরে মৌমাছির কামড়ে এইভাবে মৃত্যুর ঘটনা খুবই বিরল। জানা গেছে, একটি মৌমাছির কামড়ে এভাবে মৃত্যু হতে পারে না। তবে একসঙ্গে অনেকগুলি মৌমাছি কোনও ব্যক্তিকে হুল ফোটালে তার জীবন সংশয় হতে পারে এবং এক্ষেত্রে সেটাই হয়েছে।কিন্তু কোথা থেকে এতো মৌমাছি এলো এবং কেনই বা মৌমাছির দল এভাবে আক্রমন করল তা নিয়ে প্রশ্ন উঠেছে এলাকাবাসীর মধ্যে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।