আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে দুর্গাপুরে ঐক্য ও সম্প্রীতির বর্ণময় দৌড়

0
770

ডেটলাইন দুর্গাপুরঃ ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিকে সামনে রেখে গত ১২ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেদাবাদে সবরমতী আশ্রম থেকে পদযাত্রার মাধ্যমে ‘আজাদি কা অম্রুত মহোৎসব’ এর শুভ সূচনা করেছেন। এই উপলক্ষে দেশ জুড়েই একগুচ্ছ কর্মসূচির কথাও ঘোষণা করা হয়েছে। আগামী বছর ২০২২ সালে স্বাধীনতা দিবস উদযাপনের ৭৫ সপ্তাহ আগে থেকেই সারা দেশ জুড়ে ‘আজাদি কা অম্রুত মহোৎসব’ – এর অঙ্গ হিসাবে একাধিক কর্মসূচি পালন চলেছে। এই উদ্যোগে জনগণের সক্রিয় অংশ গ্রহনের উপর জোর দেওয়া হয়েছে। ২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫ তম বছর পূর্ণ উপলক্ষ্যে তার ৭৫ সপ্তাহ আগে সারা দেশে ‘আজাদি কা অম্রুত মহোৎসব’ শুরু হয়েছে। যা শেষ হবে ২০২৩ সালের ১৫ অগস্ট। দুর্গাপুরেও এই উৎসব শুরু হয়েছে। শনিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য সম্প্রীতির দৌড়ের আয়োজন করা হয়েছিল। এদিন দুর্গাপুরের বিধাননগর গ্রুপ হাউসিং ময়দান থেকে ডিডিএ মার্কেট পর্যন্ত ২৮৯ জন তরুণ তরুণী, যুবক যুবতীদের নিয়ে দেশের স্বাধীনতাকে অটুট রাখতে,ঐক্য ও সম্প্রীতির শপথ নিয়ে এই বর্ণময় দৌড় অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ছিল প্রকৃতি ও পরিবেশ রক্ষার আবেদন নিয়ে ৩০ জনের সাইকেল যাত্রাও। এই কর্মসূচীর উদ্যোক্তা ছিল নেহরু যুব কেন্দ্র(দুর্গাপুর),দুর্গাপুর সাব ডিভিসনাল স্পোর্টস এ্যান্ড কালচারাল ক্লাবস কো-অর্ডিনেশন সোসাইটি এবং সহযোগিতায় রোটারি ক্লাব অফ দুর্গাপুর স্মার্ট সিটি, দুর্গাপুর পিউপিল অফ মাই লাইফ সোসাইটি এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। জাতীয় পতাকা উত্তোলন করে দৌড়ের সূচনা করেন দুর্গাপুর নগর নিগমের ডেপূটি মেয়র অনিন্দিতা মুখার্জী। অংশগ্রহনকারীরা শপথ বাক্য পাঠ করেন এবং শ্রদ্ধার সাথে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এই অনুষ্ঠানে এদিন সমাজের নানাক্ষেত্রে জাতীয় স্তরে অংশ নিয়েছেন এমন ১০ জন কৃতিকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদের মধ্যে ছিলেন কৌশিক শ্যাম রায়(ফুটবলার),উমা ভট্টাচার্য্য( গার্লস গাইডে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত), কাব্য ঘোষ ( ইন্টার ন্যাশানাল ক্যাডেট এক্সচেঞ্জ প্রোগ্রাম),গৌতম হাজরা (রাষ্ট্রপতি পুলিশ পদকপ্রাপ্ত), অভিশিক্তা দাস ( ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ইন যোগা),চিরন্তন পাল ( ম্যাজিক বুক অফ রেকর্ড বেস্ট অ্যাচিভার ইন আর্ট) এবং জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় পাঁচ পদক বিজয়ীকেও সংবর্ধনা জানানো হয়। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছেন দুর্গাপুর শ্রুতিরঙ্গমের শিল্পীরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ শর্মিষ্ঠা দাস,ডাঃ মানবেন্দ্র চক্রবর্তী, কাউন্সিলার ছবি নন্দী,শিক্ষারত্ন শেখ নিজামুদ্দিন,প্রধান শিক্ষক জইনুল হক,কর্নেল সুব্রত মুখার্জী,দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির সম্পাদক কাজল রায়, মহকুমা ক্রীড়া সংস্থার স্বস্তিকা ব্যানার্জী,রোটারিয়ান ঝুমু রায়,সমাজসেবী সৃজিত সিনহা,সুবীর রায়,রাজেশ পালিত,সুলতা দাস প্রমূখ। সভাপতিত্ব করেন নেহেরু যুব কেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর প্রদীপ কুমার সাহা। অংশগ্রহনকারী সকল প্রতিনিধিদেরই শংসাপত্র প্রদান করা হয়। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক কবি ঘোষ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব সমন্বয় সমিতির সভাপতি বিশিষ্ট আইনজীবী আয়ূব আনসারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here