প্রতিভাময়ী তীরন্দাজ প্রিয়াঙ্কার পাশে স্বপ্ন উড়ান

0
666

ডেটলাইন দুর্গাপুরঃ প্রতিভা আছে কিন্তু সংসারের চরম আর্থিক সংকটের কারনে তীরন্দাজে রাজ্যস্তরে জুনিয়র ওপেন মিটে সোনা জয় করলেও জাতীয়স্তরে খেলার সুযোগ পায়নি কাঁকসার আদিবাসী পাড়ার বাসিন্দা প্রিয়াঙ্কা মূর্মূ। বাবা সনি মুর্ম্মু ও মা সুনিতাদেবী পেশায় দিনমজুর। যা আয় হয় তাতে কোনো রকমে সংসার চলে। তাই মেয়ের খেলাধূলার ক্ষেত্রে তারা কোনো সহযোগিতা করতে পারে না। আধুনিক মানের তীর ধনুক কিনতে না পারার কারনেই সে তীরন্দাজিতে জাতীয় স্তরে প্রতিদ্বন্দিতা করতে পারছে না। এই অবস্থায় সে বাধ্য হয়েছে সংসারের হাল ধরতে মাঠে চাষের কাজে নামতে। এদিন স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে দুর্গাপুরের সুকান্ত পল্লি মোড়ে ‘স্বপ্ন উড়ান’ এর এক অনুষ্ঠানে সেই প্রিয়াঙ্কার পাশে থেকে তাঁকে সব রকম সহযোগিতার আশ্বাস দিলেন এই সংস্থার পক্ষে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এদিনের সেবাকর্ম অনুষ্ঠানে প্রিয়াঙ্কা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে তার জন্য সেই পরিবারের পাশে থাকার কথা জানান বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। এদিন এখানে ৪৩ নং ওয়ার্ড সহ চার নং বরো এলাকার মানুষের মধ্যে হেলমেট, জার্সি,ছাতা,শাড়ি, মশারী, ত্রিপল, বই, খাতা,পেন, গীতা, শঙ্খ ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘোড়ুই ও স্থানিয় কাউন্সিলার তথা প্রাক্তন বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ৭৫ তম স্বাধীনতা দিবসের এই কর্মসূচী ছিল বেশ রঙিন। এদিন পথ চলতি মানুষের হাতে হেলমেট ও শিশু দের হাতে খেলার সরঞ্জাম ও ফুটবল তুলে দিলেন বিধায়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here