তৃতীয় ঢেউঃ শিশুদের চিকিৎসায় বিশেষ নজর রাজ্য সরকারের

0
659

ডেটলাইন কলকাতাঃ সংক্রমন কমলেও রয়েছে তৃতীয় ঢেউয়ের আতঙ্ক। তাই এখুনি রাজ্যে জারি থাকা কোভিড বিধি তুলতে চায়নি রাজ্য। আগামী ১৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে বিধিনিষেধ। তার মধ্যে আবার করোনার তৃতীয় ঢেউ আসার কথা বলছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের অনেকেই দাবি করছেন, তৃতীয় ঢেউয়ে না কি সবচেয়ে বেশি ঝুঁকি শিশুদের। অবশ্য এই তত্ত্বকে অনেক চিকিৎসক মানতে চাইছেন না। দেশের প্রখ্যাত বেশ কিছু চিকিৎসক এর বিরুদ্ধেই মত দিয়েছেন। তাসত্বেও আগাম সতর্কতা হিসেবে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের চিকিৎসার দিকে তাকিয়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া শুরু করছে বলে জানা গেছে। নতুন করে করোনা সংক্রমণের আশঙ্কা কিছুতেই যাচ্ছে না। তবুও সামনের পরিস্থিতি যা-ই হোক, তা নিয়ে একটু হলেও বাড়তি চিন্তায় রয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তাই সরকারি চিকিৎসার সঙ্গে যুক্তদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। শিশুদের ডায়ালিসিস এবং ক্রিটিক্যাল কেয়ারের উপর বিশেষ জোর দিতে চাইছে স্বাস্থ্য দপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here