সেফ ড্রাইভ সেভ লাইফ এর পঞ্চম বর্ষ পালন মুচিপাড়া ট্রাফিক পুলিশের

0
833

ডেটলাইন দুর্গাপুরঃ জাতীয় সড়কসহ রাজ্যের বিভিন্ন রাস্তায় দুর্ঘটনা এবং তার জেরে মৃত্যুর ঘটনা বাড়তে থাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ পদক্ষেপ হিসেবে ২০১৬ সালে সেফ ড্রাইভ সেফ লাইফ চালু করেছেন। পুলিশ বিভাগকে এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার নির্দেশও দেন তিনি। সেই নির্দেশ মেনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন বিভিন্ন পুলিশের ট্রাফিক কন্ট্রোল অফিস ও থানাগুলি সারা বছর ধরেই পথ নিরাপত্তা নিয়ে সাধারন মানুষের মধ্যে প্রচার চালাচ্ছে। এ বছর সেই প্রকল্পের পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার এক বিশেষ কর্মসূচি পালন করল মুচিপাড়া ট্রাফিক পুলিশ। এখানে ছিলেন এসিপি কাঁকসা /এসিপি ট্রাফিক ৪ শ্রীমন্ত ব্যানার্জী , কোক ওভেন থানার অফিসার ইনচার্জ সৌমেন সিংহ ঠাকুর,ওসি ট্রাফিক(মুচিপাড়া) প্রসেনজিৎ বসাক, বিধান নগর আইসি শেখ রেয়াজ উদ্দিন। পথে বের হলে সবাইকেই পথের নিয়ম মানতে হয়। গাড়ি চালক হোক আর পথচারী,সবাইকেই সতর্ক থাকতে হয়। এই লক্ষ্য ও উদ্দেশ্য কে সামনে রেখেই এদিন এই বিশেষ কর্মসূচি পালিত হয়। এ প্রসঙ্গে একটা কথা বলতেই হয়। সেটা হলো কাজের প্রতি দায়বদ্ধতা এবং কর্তব্য এমন একটা জিনিস যা কোনভাবেই কোনো প্রতিকূল পরিস্থিতিতেই অবজ্ঞা করা যায় না। এমন কিছু পেশা থাকে যেখানে সব প্রতিকূলতাকে সরিয়ে রেখেই কাজ করতে হয়। এমনই একটা বিভাগ হল পুলিশের ট্রাফিক কন্ট্রোল। পথ নিরাপত্তা দেখতে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক পুলিশকর্মীদের রাস্তায় থাকতে হয়। অনেক মানুষ যখন শীতের সময়ে ঘন কুয়াশায় ঢেকে যাওয়া রাস্তাঘাট এবং গ্রীষ্মের প্রচন্ড  দাবদাহে বাড়ির মধ্যেই  থাকতে পছন্দ করেন বা তাদের বাইরে না বের হলেও চলে, ঠিক সেই প্রতিকুল পরিস্থিতিতেও ডিউটি করে চলেন  ট্রাফিক পুলিশকর্মীরা। লক্ষ্য একটাই যাতে কোন দুর্ঘটনা না ঘটে এবং মানুষ যাতে নিরাপদে যাতায়াত করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here