ডেটলাইন দুর্গাপুরঃ ভোটের পর্ব শেষ হতেই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় করোনা সংক্রমনকে মোকাবিলা করাকেই গুরুত্ব দিয়েছেন। সেই লক্ষ্যে আগেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন আর এবার টানা ১৫ দিনের জন্য রাজ্যে লকডাউন জারি করেছেন। স্বাস্থ্যবিধি মেনে চলছে এই লকডাউন। কিন্তু গতবছরের লকডাউনের অভিঙ্গতা মোটেই সুখকর ছিল না। গরীব মানুষরা ঘরবন্দি থাকার ফলে তাদের রুটি রোজগার বন্ধ হয়ে যায়। সেই সময় বিভিন্ন সমাজসেবী সংস্থা এবং রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে সেইসব দুঃস্থ পরিবারগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল। দুর্গাপুরেও ৪৩ নম্বর ওয়ার্ডে এই কাজে নেমেছিল কমিউনিটি সেন্টার। এবারেও ভয়াবহ এই পরিস্থিতির কথা মাথায় রেখে আবারও সক্রিয় হয়েছে কমিউনিটি সেন্টার। এবারও সাধারন অসহায় মানুষদের জন্য চাল, ডাল, আলু, সোয়াবিন, বিস্কুট, মাক্স, হ্যান্ড স্যানিটাইজার কমিউনিটি সেন্টার থেকে দেওয়া চলছে। এলাকার প্রচুর মানুষের কাছে ফোন পেয়ে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। ৪৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে করোনায় আক্রান্ত রোগী ও তার পরিবার এবং এলাকার দুঃস্থ মানুষদের জন্য এই কর্মসূচি নেওয়ায় স্বস্তি পাচ্ছেন এলাকার মানুষ। এই কর্মসূচির উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। এছাড়াও ৪৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য কোভিড টেস্ট করানো থেকে শুরু করে রিপোর্ট পজিটিভ এলে সেই ব্যক্তিকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করানো এবং তার পরিবারের সমস্ত দায়-দায়িত্ব নিজেদের ঘাড়ে তুলে নেওয়ার আশ্বাসও দিয়েছেন কমিউনিটি সেন্টারের সদস্যরা।