ডেট লাইন দুর্গাপুর: মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর উদ্যোগে অতিমারির কঠিন পরিস্থিতিতে রক্তের সংকট নিরসনের লক্ষ্যে দুর্গাপুরে প্রথম মোবাইল বাসে ব্লাড ডোনেশন কর্মসূচি শুরু হয়েছে। এদিন ছিল এই কর্মসূচির তৃতীয় দিন। একই সঙ্গে এই দিন ছিল পবিত্র ঈদ উৎসব ও অক্ষয় তৃতীয়া। এই শুভ দিন উপলক্ষে ফোরামের তরফে দুটি ভ্রাম্যমাণ শিবির আয়োজন করা হয়। এই দুই শিবিরে মোট ৫৬ ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। ইস্পাত নগরী এজোনে নেতাজি ভবন সংলগ্ন ময়দানে ঊস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন -দুর্গাপুর মহকুমা কমিটি আয়োজিত শিবিরে ৫ জন মহিলা সহ মোট ৩৬ জন শিক্ষক -শিক্ষিকা রক্তদান করেছেন। এছাড়া এম এ এম সি বি১ আগুয়ান ক্লাব সংলগ্ন প্রাঙ্গনে
MAA SANTIMOYEE HUMAN AWARENESS WELFARE SOCIETY আয়োজিত শিবিরে ১ জন মহিলা সহ মোট ২০ জন রক্তদান করেছেন। এই শিবিরে সমাজসেবী রায় ডাঙার বাসিন্দা সেখ সাবির এদিনই তার স্ত্রী ও মেয়ের জন্মদিন উপলক্ষে রক্তদান করেছেন।
২টি শিবিরেই উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ করবী কুন্ডু এবং ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশনস অফ ইন্ডিয়া, পশ্চিম বঙ্গ রাজ্য শাখার সম্পাদক কবি ঘোষ, আমাদের পরিবহন সংস্থার সম্পাদক সুব্রত সিংহ এবং পশ্চিম বর্ধমান সোসাল সার্ভিস ও ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সম্পাদক রাজেশ পালিত প্রমুখ।