ডেটলাইন দুর্গাপুরঃ বর্তমান করোনাকালের ভয়াবহতা আরও অনেকের মতোই তাঁকেও স্পর্শ করেছে। একদিকে করোনা প্রতিদিন কেড়ে নিচ্ছে প্রান। আর অন্যদিকে কোভিডের জন্য চলা আংশিক লকডাউনের জেরে অনেকেরই রোজগাড় বন্ধ আছে। নিজেও একজন সাধারন শ্রমিক তাই এই প্রতিকূল পরিস্থিতি অনুভব করতে তাঁর অসুবিধা হওয়ার কথা নয়। অন্য সময় হলে তাঁর মেয়ের জন্মদিন একটু ধূমধামের সঙ্গেই পালন করতেন। কিন্তু এই দুঃসময়ে সেই আনন্দকে ভাগ করে নিয়েছেন এলাকার শতাধিক গরীব মানুষকে পেট ভরে মাছভাত খাইয়ে। সেই সঙ্গে বর্তমান করোনা পরিস্থিতির বিষয়ে সচেতন করে তাদের সবাইকে মাস্কও বিলি করেন তিনি। দুর্গাপুরের ৩৮ নম্বর ওয়ার্ডের পলাশতলা কলোনীর বাসিন্দা সান্টু দে। এদিনই তাঁর সাত বছরের মেয়ে দীপার জন্মদিন। তাই, মেয়ের জন্মদিন উপলক্ষ্যে এদিন দুর্গাপুর বাজার ও স্টেশন এলাকার শতাধিক গরীব মানুষকে দুপুরের খাবার খাইয়েই এই আনন্দ উপহার দিলেন মেয়ে দীপাকে। সান্টুর এই ধরনের উদ্যোগে খুশি এলাকার মানুষও। তারা সবাই দীপাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।