করোনাকালে ফেসবুকে অসহায় মহিলার পোস্ট দেখেই পরিবারের পাশে দাঁড়ালো কোক ওভেন থানার পুলিশ

0
1148

ডেটলাইন দুর্গাপুরঃ সোস্যাল মিডিয়া নিয়ে অনেকে অনেক রকম সমালোচনা করলেও সেই সোস্যাল মিডিয়াই শেষ পর্যন্ত রক্ষা কবচ হয়ে উঠল দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত সুকান্ত পল্লির বাসিন্দা অসহায় অরুণা দত্তের কাছে। বর্তমান করোনার দ্বিতীয় ধাক্কায় সারা রাজ্যের সঙ্গে বেসামাল অবস্থা দুর্গাপুরেও। ইতিমধ্যেই এই শহরেও একাধিক ব্যক্তি করোনায় মারা গেছেন। অনেকেই আক্রান্ত হয়ে বাড়িতে বা হাসপাতালে চিকিৎসাধীন। সেই রকমই এক ঘটনায় অসহায় হয়ে পড়েছেন অরুণা দত্ত নামে এই গৃহবধূ। করোনা কেড়ে নিয়েছে তাঁর স্বামীকে। সংসারের একমাত্র রোজকার করা মানুষটির মৃত্যুতে চরম সংকটে পরেছে এই পরিবার। বয়স্ক শ্বশুর ও এক শিশুসহ সংসারে চারজন রয়েছে। নিরুপায় হয়ে তাদের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়ে নিজেই ফেসবুকে পোস্ট করেছেন অরুণাদেবী। ভাইরাল হওয়া ওই পোস্ট দেখে এবং বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই কোক ওভেন থানার অফিসার ইনচার্জ সৌমেন সিংহ ঠাকুর থানার সাব ইন্সপেক্টর রঞ্জিত দে এবং অ্যাসিসটেন্ট সাব ইন্সপেক্টর অসীম চক্রবর্ত্তী নেতৃত্বে একটা টিম ঐ মহিলার বাড়িতে পাঠিয়ে বেশ কিছুদিনের জন্য খাদ্য সামগ্রী ও ফল দিয়ে আসার ব্যবস্থা করেছেন। সৌমেনবাবু জানিয়েছেন, আমরা খবর পওয়া মাত্র তাদের পাশে এসে দাঁড়াই, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এছাড়াও তিনি বলেন,করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মানুষের যে কোন সমস্যায় আমাদের জানালে আমরা সব সময় আপনাদের পাশে আছি। পুলিশের এই কাজে খুশি এলাকাবাসি। ফেসবুকে সুকান্ত পল্লীর জীতেন দত্ত( সাধুর ) বাড়িতে ঘটে যাওয়া এই ঘটনার পোস্ট বেশ কদিন ধরেই দুর্গাপুরের বহু মানুষ দেখেছেন। একাধিক সামাজিক সংগঠনও ওই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভিডিওটি:-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here