ডেট লাইন দুর্গাপুর: দ্বিতীয় দফায় করোনা মারাত্মক আকার ধারণ করায় স্বেচ্ছা রক্তদান কর্মসূচি আয়োজন করা বেশ কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় ব্লাড ব্যাংক গুলিতে কিছুটা হলেও রক্তের সরবরাহ চালু রাখতে ন্যানো রক্তদান শিবিরের আয়োজন করেছিল
হিউম্যান রাইটস এসোসিয়েট অফ ইন্ডিয়ার। এদিন দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন মারোয়ারী কর্মশালায় রক্তদান শিবিরে ৭ জন মহিলা সহ মোট ২০ জন রক্তদান করেছেন। ৩ জন এই প্রথমবার রক্তদান করলেন। রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। শিবির আয়োজনে সহযোগিতা করে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। এখানে এদিন হিউম্যান রাইটস এসোসিয়েট অফ ইন্ডিয়ার সভাপতি শুভজিত নিয়োগী সস্ত্রীক রক্তদান করেছেন। শিবির শেষে আয়োজক সংগঠন হিউম্যান রাইটস এসোসিয়েটস অফ ইন্ডিয়ার সম্পাদক সৌরভ আইচ সহ অন্যদের হাতে শংসাপত্র তুলে দেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইন্দ্রজিৎ মাজি এবং শুভেচ্ছা স্মারক তুলে দেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহঃ সভাপতি আইনজীবী আয়ূব আনসারী। উপস্থিত ছিলেন FBDOI-WB এর রাজ্য সম্পাদক কবি ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই প্রতিকূলতার মধ্যেও মানবতার জন্য রক্তদান কর্মকাণ্ড সংগঠিত করার জন্য পশ্চিম বর্ধমান সোসাল সার্ভিস ও ওয়েলফেয়ার এসোশিয়েশনের আহ্বায়ক রাজেশ পালিত সকল রক্তদাতা বন্ধুদের ও মেডিকেল টীম সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।