আবাসন পল্লী উন্নয়ন সমিতির অষ্টম বর্ষ রক্তদান শিবির

0
678

ডেটলাইন দুর্গাপুরঃ রক্তদান এক মহান দান। মানুষের জীবন রক্ষায় রক্তের কোন বিকল্প নেই। তাই সারা বিশ্বেই রক্তদান এক আন্দোলনের রুপ পেয়েছে। দুর্গাপুরেও বহু বছর ধরেই এই মহান কাজে ব্রতি রয়েছে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনারস ফোরামের। মূলতঃ এই সংস্থার উদ্যোগেই আজ দুর্গাপুরের বিভিন্ন এলাকায় স্বেচ্ছা রক্তদানের প্রতি আগ্রহ তৈরী হয়েছে সাধারন মানুষের মধ্যে। এরকমভাবেই দুর্গাপুরের আবাসন পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে ২০১৪ সালে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করার পথ চলা শুরু হয়েছিল। দেখতে দেখতে সাত বছর অতিক্রম করে এবার সেই মহৎ উদ্যোগ অষ্টম বর্ষে পড়ল এবার। এবছর রক্তদান শিবিরের শ্লোগান ছিল স্বাধীনতার ৭৫ বছর উদযাপন আর আবাসন পল্লী উন্নয়ন সমিতির ২৫ বছর উদযাপন। রক্তদান শিবিরটি উৎসর্গ করা হয় পল্লীর বাসিন্দা প্রয়াত সুলেখা ঘোষের স্মরণে।গত বছর ৩ এপ্রিল পল্লীর জনপ্রিয় মহিলা সমাজকর্মী সুলেখা ঘোষ প্রয়াত হন। সুলেখা ঘোষের স্মরণে আবাসন পল্লীর মহিলারা সামগ্রিক রক্তদান শিবিরটি পরিচালনা করেন। শিবির উদ্বোধন করেন ফেডারেশন অফ ব্লাড ডোনারস অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক কবি ঘোষ। উপস্থিত ছিলেন গ্যামনব্রীজ ফ্রেন্ডস ক্লাবের সম্পাদক মুকুট নাহা,রোটারিয়ান সুবীর রায়,বিশিষ্ট সমাজসেবী আর এন গাঙ্গুলি, দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনারস ফোরামের সহ-সভাপতি এ্যাডভোকেট আয়ুব আনসারি, রঞ্জন ব্যানার্জি, যুগ্ম সম্পাদক সুদীপ দাস,অরবিন্দ মাজী,সাথী জোনের যুগ্ম আহ্বায়ক সারথী ঘোষ, সমাজসেবী সুব্রত দত্ত সহ অন্য অতিথিরা। শিবিরে মোট ৪৪ জন রক্তদান করেন। এদের মধ্যে ৩ জন মহিলা রক্ত দেন। ২৫অনুর্ধ রক্তদাতা ছিলেন ২৮ জন।সুপান্থ চৌধুরী আজ তার জন্মদিনে রক্তদান করেন।শিবির পরিচালনায় সহযোগিতা করেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনারস ফোরামের সাথী জোন।রক্ত সংগ্রহ করেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। কোভিড নিয়ম মেনেই রক্তদান শিবিরটির আয়োজন করা হয়েছিল। নেহেরু যুব কেন্দ্র ও দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনারস ফোরামের সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয়। সকল রক্তদাতা,অতিথি, ও ব্লাড সেন্টারের প্রত্যেককে আবাসন পল্লী উন্নয়ন সমিতির পক্ষ থেকে সভাপতি রাজেশ পালিত অভিনন্দন জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here