ডেটলাইন দুর্গাপুরঃ আজি বসন্ত জাগ্রত দ্বারে। দোল বা বসন্ত উৎসব। প্রতি বছর এই দিনটি অতি জাঁকজমকের সাথে পালিত হয় বসন্ত বরণ উৎসব। এটি যেন বাঙালির প্রাণের উৎসব।এ দিনটিতে প্রকৃতির সাথে সাথে বাসন্তি সাজে সেজে ওঠে এই বাংলার মানুষেরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বসন্ত উৎসবের প্রচলন করেন। আর সেই উৎসবকে মূলধন করেই সারা দেশ জুড়ে পাড়ায় পাড়ায় চলে বসন্ত উৎসবের আয়োজন। তেমনি এক অনুষ্ঠান হয়ে গেল দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের অন্তরগত রায়ডাঙ্গায়, এই এলাকায় গত বছরই প্রথমবারের জন্য বসন্ত উৎসব পালন করা হয়। বর্ণালী চক্রবর্তীর উদ্যোগ ও পরিচালনায় এলাকার কচিকাঁচাদের নিয়ে এ বছরও একইভাবে সকালে মনোজ্ঞ প্রভাতফেরী বের হয়, যা রায়ডাঙ্গার অধিবাসীদের মধ্যে বসন্ত উৎসবের আমেজ এনে দেয়। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। সব মিলিয়ে আরো একবার বসন্ত উৎসবের ফাগুন হাওয়ায় যেনো ভেসে গেলো রায়ডাঙ্গার বাসিন্দারা। যা আগামী বছরে আরও বড়ো করে আয়োজন করার অনুপ্রেরণা দিল।