দুর্গাপুরেও ‘আজাদি কা অম্রুত মহোৎসব’ এর কর্মসূচী

0
629

ডেটলাইন দুর্গাপুরঃ ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিকে সামনে রেখে গত ১২ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেদাবাদে সবরমতী আশ্রম থেকে পদযাত্রার মাধ্যমে ‘আজাদি কা অম্রুত মহোৎসব’ এর শুভ সূচনা করেছেন। এই উপলক্ষে দেশ জুড়েই একগুচ্ছ কর্মসূচির কথাও ঘোষণা করা হয়েছে। আগামী বছর ২০২২ সালে স্বাধীনতা দিবস উদযাপনের ৭৫ সপ্তাহ আগে থেকেই সারা দেশ জুড়ে ‘আজাদি কা অম্রুত মহোৎসব’ – এর অঙ্গ হিসাবে একাধিক কর্মসূচি পালন হতে চলেছে। এই উদ্যোগে জনগণের সক্রিয় অংশ গ্রহনের উপর জোর দেওয়া হয়েছে। ২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫ তম বছর পূর্ণ উপলক্ষ্যে তার ৭৫ সপ্তাহ আগে সারা দেশে ‘আজাদি কা অম্রুত মহোৎসব’ শুরু হয়েছে। যা শেষ হবে ২০২৩ সালের ১৫ অগস্ট। এই মহোৎসবের উদ্দেশ্য একদিকে যেমন ১৯৪৭ সাল থেকে এখনও পর্যন্ত ভারতের গর্বের মুহূর্তগুলিকে তুলে ধরা। অন্যদিকে, ২০৪৭ সালে ভারত কোথায় গিয়ে পৌঁছবে, তার জন্য দৃষ্টিভঙ্গি তৈরি করা। নেতাজী সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেলেদের নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হবে। এই যজ্ঞে সামিল হয়েছে দুর্গাপুরও। পশ্চিম বর্ধমান নেহেরু যুব কেন্দ্র ও আমাদের পরিবহন সংস্থার উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব সমন্বয় সমিতির সহায়তায় সাধুডাঙ্গা রামকৃষ্ণ আশ্রম সভা কক্ষে ‘আজাদি কা অম্রুত মহোৎসব’ উদযাপন শুরু হয়েছে। দেশের স্বাধীনতা আন্দোলনের বীর শহীদের আত্মবলিদানকে স্মরণ করে শোক ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে কর্মসূচীর সূচনা হয়। এখানে তিনটি বিষয়ের উপর বিশিষ্ট ব্যক্তিরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। বিষয়গুলি ছিল – বৃষ্টির জল ধরো ও সংরক্ষণ করো,সবুজ গ্রাম ও পরিচ্ছন্ন গ্রাম এবং যুবদের স্বনির্ভর করার কার্যক্রম। নেহরু যুব কেন্দ্র পশ্চিম বর্ধমান জেলার আধিকারিক প্রদীপ সাহা উদ্বোধন করেন। স্বাগত ভাষন দেন সুব্রত সিংহ। শিক্ষক পার্থ প্রতিম কুন্ডু, সমাজসেবী সুলতা দাস সহ মোট ৮ জন আলোচনায় অংশ নেন। মেন্টর ছিলেন কবি ঘোষ। সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী আয়ূব আনসারী। ধন্যবাদ জ্ঞাপন করেন রাজেশ পালিত। এখানে পোস্টার প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here