ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গে এবার মোট আট দফায় অনুষ্ঠিত হতে চলেছে ২০২১ এর বিধানসভা নির্বাচন।ইতিমধ্যে ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ায় একদিকে যেমন নির্বাচনী বিধি মেনে চলতে হচ্ছে তেমনই অন্যদিকে পুলিশ প্রশাসনের তৎপরতাও বেড়ে গিয়েছে। নির্বিঘ্নে যাতে সমস্ত এলাকার ভোটাররা তাদের নির্দিষ্ট বুথে গিয়ে ভোট দিতে পারেন তার জন্য নির্বাচন কমিশনের নির্দেশে জেলায় জেলায় চলছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিয়মিত রুটমার্চ। পশ্চিম বর্ধমান জেলার দুই গুরুত্বপূর্ণ শহর আসানসোল ও দুর্গাপুরেও শুরু হয়েছে সেই রুট মার্চ। দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় চলছে দফায় দফায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। তাদের সঙ্গেই রয়েছেন পুলিশকর্তারাও।শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে রাজ্যের সব জায়গার সঙ্গে দুর্গাপুরের এই থানা এলাকাতেও নিয়মিত রুটমার্চ চলছে। এদিনও দেখা গেল সকাল ও বিকাল দুবেলা কোকওভেন থানার অধীন দুর্গাপুর বাজার,লিলুয়াবাঁধ সহ একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিলেন মহকুমা নির্বাচনী আধিকারিক তথা দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘপ্রসূন কাজী, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্ত, এসিপি (ইস্ট) অক্ষত গর্গ,সার্কেল ইন্সপেক্টর তুলশীদাস ভট্টাচার্য্য, কোকওভেন থানার আধিকারিক সৌমেন সিংহঠাকুর,কোকওভেন থানার অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টর অসীম চক্রবর্ত্তী প্রমূখ আধিকারিকরা।
নির্বাচনে সব ভোটার যাতে বিনা বাধায় এবং নিশ্চিতভাবে নিজের মতাধিকার প্রয়োগ করতে পারেন সেটা নিশ্চিত করতে এবং এবিষয়ে ভোটারদের মনোবল বাড়াতেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশকর্তারাও এই অভিযানে সামিল হয়েছেন বলে জানান কোকওভেন থানার আধিকারিক সৌমেন সিংহঠাকুর। এলাকার মানুষদের সঙ্গে তারা কথাও বলেন। একই সঙ্গে ভোটারদের কাছে জানতে চাওয়া হয় তাঁদের ভোট দিতে যাওয়ার কোনো সমস্যা রয়েছে কি না,তাঁদের কেউ বা কারা কোনভাবে প্রভাবিত করছে বা ভয় দেখাচ্ছে কি না। ভোটারদের নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান প্রশাসনের কর্তারা।