দল ছেড়ে এবার বিজেপির পথে রাজীব

0
495

ডেটলাইন কোলকাতাঃ মন্ত্রীত্ব তারপর বিধায়ক পদে ইস্তফা। আর এবার তৃণমূল দলটাই  ছেড়ে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যা। ঠিক শুভেন্দু অধিকারীর মতোই কৌশল  নিলেন রাজীব। প্রথমে দলের প্রতি প্রকাশ্যে ক্ষোভ দেখানো। তারপর মন্ত্রীসভার বৈঠকে  না যাওয়া। ঠিক তারপর দলের শীর্ষ নেতাদের  সঙ্গে নিষ্ফল আলোচনা। তারপরেই মন্ত্রীত্ব  থেকে ইস্তফা। ক্রমে বিধায়ক পদ থেকে ইস্তফা এবং শেষ পর্যন্ত দলই ছেড়ে দেওয়া। গত ২২  জানুয়ারি মন্ত্রীত্ব থেকে ইস্তফা  দেন তিনি। ঠিক সাত দিন পর, এদিন সকালে বিধায়ক পদ ছাড়লেন। সকালে বিধানসভায় গিয়ে অধ্যক্ষ  বিমান বন্দ্যোপাধ্যায়ের সামনে বসে  পদত্যাগপত্র লেখেন তিনি। আর বিকেলেই নেত্রীকে চিঠি লিখে দল ছাড়ার কথা জানিয়ে  দিলেন। উল্লেখ্য এদিন রাতেই বঙ্গ সফরে  আসছেন অমিত শাহ। তাই রাজীব যে বিজেপিতেই  যাচ্ছেন, এই নিয়ে নিশ্চিত তৃণমূল নেতৃত্ব। মনে করা হচ্ছে রবিবার অমিত শাহের উপস্থিতিতে ডুমুরজলায় আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিতে পারেন রাজীব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here