বিবাহ বার্ষিকী উপলক্ষে রক্তদান

0
646

ডেট লাইন দুর্গাপুর: নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে অনেকের অনেক রকম অনুষ্ঠান করার ইচ্ছা থাকে। কিন্তু তাই বলে এমন একটা দিনে রক্তদানের আসর? হ্যাঁ এরকমই দেখা গেল দুর্গাপুরের ফরিদপুরে। এখনকার বাসিন্দা বাপি সামন্ত তার প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেন। সেখানে সস্ত্রীক বাপি সামন্ত ছাড়াও মোট ১৪ জন রক্ত দান করেন। বাপি সহ সকল রক্তদাতাদের শুভেচ্ছা জানান দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহ সম্পাদক রাজেশ পালিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here