ডেট লাইন দুর্গাপুর: মকর সংক্রান্তি আর জনসংযোগ একই সঙ্গে সারলেন বিজেপির যুব সংগঠনের নেতা তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। বৃহস্পতিবার তিনি দুর্গাপুরের দামোদরের জলে মকর সংক্রান্তির পূণ্য স্নান করেন। এখানে আগত পুণ্যার্থীদের সঙ্গে তিনি সৌজন্য বিনিময় ও করেন। এখানে তিনি কিছুক্ষন নৌকা বিহার ও করেন। তারপর দামোদরের জলে ঝাঁপ দিয়ে স্নান করেন। পরে চায়ে পে চর্চায় অংশ নিয়ে বলেন, ভারতবর্ষ যেন করোনা মুক্ত হয় এবং বাংলা যাতে সোনার বাংলা হয় সেই প্রার্থনা করলাম। একই সঙ্গে তিনি দামোদর ব্যারেজের রক্ষণাবেক্ষণের উপর জোর দেন। তার সঙ্গে ছিলেন বিজেপির শ্রমিক সংগঠন বি এম এসের জেলা নেতা অসীম প্রামাণিক, যুব নেতা চন্দ্রশেখর ব্যানার্জি, জেলা বিজেপির সভাপতি লক্ষ্মণ ঘড়ুই।