স্বামীজির জন্মদিনে ১৪২ ইউনিট রক্ত সংগ্রহ হল দুর্গাপুরে

0
544

ডেটলাইন দুর্গাপুরঃ সারা দেশের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও মঙ্গলবার নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হয় স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্ম দিবস।স্বামীজির জন্মদিবস এবং জাতীয় যুব দিবসকে সামনে রেখে জেলার বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলগুলির পক্ষ থেকেও পালন করা হয় এই বিশেষ দিনটি। এই উপলক্ষ্যে  দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামও সক্রিয়ভাবেই তাদের ভূমিকা পালন করে। তাদের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় এদিন শহরের বিভিন্ন জায়গায় মোট ৪টি স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হয়। ইস্পাতনগরী এজোনের অভিযান ক্লাবে আয়োজিত প্রথম শিবিরে ৪০ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে। এখানকার শিবিরের রক্ত সংগ্রহ করে আসানসোল ব্লাড সেন্টার। এরপর দ্বিতীয় শিবিরটির আয়োজক ছিল বিহারপুর উন্নয়ন সমিতি। এখানে ৫০ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে যা পুরুলিয়া ব্লাড সেন্টার সংগ্রহ করেছে। সগড়ভাঙ্গা তরুন সংঘ আয়োজিত তৃতীয় শিবিরে সংগ্রহ হয়েছে ২২ ইউনিট রক্ত। এই রক্ত সংগ্রহ করেছে মিশন হাসপাতাল ব্লাড সেন্টার। এই দিনের চতুর্থ শিবিরটি আয়োজন করেছিল ইন্ডিয়ান ওয়েল বটলিং প্ল্যান্ট শ্রমিক সংগঠন। এখানে মোট ৩০ ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে এবং এই রক্ত সংগ্রহ করেছে বিবেকানন্দ হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ। জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতিটি শিবিরেই রক্তদাতাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। সারা বছরই স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন হয়ে থাকে। কিন্তু,স্বামী বিবেকানন্দের জন্মদিবসের মতো এক পবিত্র দিনে রক্ত দান করতে পেরে খুশি রক্তদাতারা। এই বিশেষ দিনে চারটি শিবির থেকে মোট ১৪২ ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here