ডেটলাইন ওয়েব ডেস্কঃ একজন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আর একজন বলিউড নায়িকা। স্বাভাবিকভাবেই দুজন সেলিব্রেটিরই প্রচুর ভক্ত দেশ বিদেশে। তাই তাদের সংসারে নতুন অতিথি কে আসছে – ছেলে না মেয়ে? তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এর মধ্যেই প্রখ্যাত জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি বলেছিলেন, বিরুষ্কার মেয়ে হতে চলেছে। শেষ পর্যন্ত সেটাই হল। সোমবার মেয়ের জন্ম দিলেন অনুষ্কা শর্মা। টুইটারে সেই খবর দিলেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এদিনই ট্যুইট করে জানিয়েছেন, ‘আমরা আপনাদের সঙ্গে এই খবরটা শেয়ার করতে খুবই রোমাঞ্চিত, যে আজ দুপুরে আমাদের মেয়ে হয়েছে। আপনাদের ভালোবাসা, প্রার্থনা, শুভেচ্ছার জন্য ধন্যবাদ। অনুষ্কা এবং বাচ্চা, দু’জনেই ভালো আছে এবং জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে নিজেদের ভাগ্যবান মনে হচ্ছে। আমরা আশা করি, এই সময়ে আমাদের গোপনীয়তাকে আপনারা সম্মান করবেন।’ বিরাট কোহলি ও অনুষ্কার সংসারে যে নতুন অতিথি আসতে চলেছে, তা গত বছরের ২৭ আগস্ট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জানিয়েছিলেন বিরুষ্কা। এরপরই শুরু হয়ে যায় আইপিএল। স্বামী বিরাটকে সঙ্গ দিতে দুবাই যান অনুষ্কাও। অস্ট্রেলিয়া সফরে অবশ্য অনুষ্কাকে নিয়ে যেতে পারেননি বিরাট। এরপরই পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই ফিরে এসে অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশেই ছিলেন বিরাট। এখনই তাদের ঘরের নতুন অতিথির ছবি যে সহজে শেয়ার করবেন না, তা জানিয়ে দিয়েছেন আগেই। বিরুষ্কার মতোই তাদের নতুন অতিথিকে নিয়ে খুশি তাদের ভক্তকূলও। একই সঙ্গে নতুন অতিথির নাম ও তাকে দেখতে কেমন এসব নিয়েও ভক্তদের মধ্যে কৌতুহল রয়েছে। আমাদের পক্ষ থেকেও সদ্য বাবা মা হওয়া এই বিখ্যাত দম্পতির জন্য রইল অনেক শুভেচ্ছা।