ডেটলাইন কলকাতাঃ পৌষ মাস পড়ে গেল। ডিসেম্বরও প্রায় শেষের পথে। কিন্তু বঙ্গে ঠান্ডা কই? বাঙালি যখন এই চর্চায় ব্যস্ত ঠিক তখনই শীত আসছে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। তবে এই শীত মাত্র কয়েকদিনের জন্য। এরাজ্যে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমি ঝঞ্ঝা কাটিয়ে শীত ঢুকছে বাংলায়। আজ শুক্রবার থেকেই ভোরবেলার তাপমাত্রা নামতে শুরু করেছে। শুকনো আবহাওয়ার মধ্যেই শুক্রবার রাত থেকে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে। শনিবার থেকে টানা মঙ্গলবার অর্থাৎ চারদিন টানা ব্যাপক ঠান্ডা পড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ, শুক্রবার রাত থেকেই অনেকটাই নামতে চলেছে তাপমাত্রার পারদ। রবি ও সোমবার কলকাতার তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রিরও নীচে নেমে যাওয়ার সম্ভাবনা। তবে একই সঙ্গে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, হঠাৎ জাঁকিয়ে ঠান্ডা পরলেও শীতের আমেজ দীর্ঘস্থায়ী হবে না। শুক্র থেকে মঙ্গলবার সকাল পর্যন্তই আপাতত শীত থাকবে। তারপর থেকে আবার চড়বে তাপমাত্রার পারদ। তবে যাই হোক বঙ্গে আসছে শীতের আমেজ।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...