ক্ষণস্থায়ী হলেও শীত পড়ছে জাঁকিয়ে

0
607

ডেটলাইন কলকাতাঃ পৌষ মাস পড়ে গেল। ডিসেম্বরও প্রায় শেষের পথে। কিন্তু বঙ্গে ঠান্ডা কই? বাঙালি যখন এই চর্চায় ব্যস্ত ঠিক তখনই শীত আসছে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। তবে এই শীত মাত্র কয়েকদিনের জন্য। এরাজ্যে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমি ঝঞ্ঝা কাটিয়ে শীত ঢুকছে বাংলায়। আজ শুক্রবার থেকেই ভোরবেলার তাপমাত্রা নামতে শুরু করেছে। শুকনো আবহাওয়ার মধ্যেই শুক্রবার রাত থেকে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে। শনিবার থেকে টানা মঙ্গলবার অর্থাৎ চারদিন টানা ব্যাপক ঠান্ডা পড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ, শুক্রবার রাত থেকেই অনেকটাই নামতে চলেছে তাপমাত্রার পারদ। রবি ও সোমবার কলকাতার তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রিরও নীচে নেমে যাওয়ার সম্ভাবনা। তবে একই সঙ্গে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, হঠাৎ জাঁকিয়ে ঠান্ডা পরলেও শীতের আমেজ দীর্ঘস্থায়ী হবে না। শুক্র থেকে মঙ্গলবার সকাল পর্যন্তই আপাতত শীত থাকবে। তারপর থেকে আবার চড়বে তাপমাত্রার পারদ। তবে যাই হোক বঙ্গে আসছে শীতের আমেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here