অগ্নিমূল্য বাজারের সঙ্গেই বাড়ল রান্নার গ্যাসের দামও

0
845

ডেটলাইন ওয়েব ডেস্কঃ আলু পিয়াজ থেকে সবজি ও নিত্য প্রয়োজনীয় প্রায় সব কিছুর দামই যখন উর্দ্ধমুখি ঠিক যেন তার সঙ্গে তাল মিলিয়েই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। তাও আবার এক লাফে ৫০ টাকা। কলকাতায় ভর্তুকিবিহীন ১৪.২ কিলোগ্রাম এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়েছে। নতুন দাম ৬৭০.৫০ টাকা। আগে ছিল ৬২০ টাকা ৫০ পয়সা। শুধু ১৪.‌২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার নয়, দাম বেড়েছে পাঁচ কেজির সিলিন্ডারেরও। ১৮ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ২৪৮.৫০ টাকা। স্বাভাবিকভাবেই দাম বেড়ে যাওয়ায় সাধারন পরিবার ও মধ্যবিত্তের  উপর চাপ আরও বেড়ে গেল। উল্লেখ্য,গত জুলাই মাসে ৪ টাকা ৫০ পয়সা বেড়েছিল গ্যাসের দাম। গত জুন মাসে ৩২ টাকা বেড়েছিল। গত ফেব্রুয়ারি মাসে ১৪৯ টাকা দাম বেড়েছিল গ্যাসের। সেটাই এই বছরে এখনও সর্বোচ্চ মূল্যবৃদ্ধি। রান্নার গ্যাসের সঙ্গেই বাড়ল পেট্রোল ও ডিজেলের দামও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here